Durga Puja 2021: হারিয়ে যাওয়া যাত্রাপালার গল্প বলবে কাঁকুড়গাছি যুবকবৃন্দ
কাঁকুরগাছি যুবকবৃন্দ
1/10
পুজো এসে গিয়েছে। সাজছে বারোয়ারি পুজো থেকে বনেদি বাড়ি। শুরু থেকেই প্রস্তুতি পর্বের টুকরো ছবি তুলে ধরেছে এবিপি আনন্দ লাইভ। আজ সেই তালিকাতেই কাঁকুড়গাছি যুবকবৃন্দ।
2/10
কাঁকুড়গাছি যুবকবৃন্দের এ বছরের থিম যাত্রা। চিৎপুর যাত্রাপাড়ায় গেলেই রাস্তাজুড়ে চোখে পড়বে পোস্টারের রমরমা।
3/10
ইদানিংকালে যাত্রাপাড়ায় পোস্টার বা দু-একটা অফিস ঘর খোলা থাকলেও যাত্রাপালার বাজার যে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
4/10
হাল আমলে জৌলুস হারিয়ে পুরনো দিনের যাত্রা। মাল্টিপ্লেক্সের সিনেমাতেই মজেছে বর্তমান। রুজি রোজগার খুইয়েছেন যাত্রা শিল্পীরা।
5/10
তাই যাত্রার বাজার পড়েছে বহুদিন। যাও একটু আধটু কাজ হত তাতেও বাধ সেধেছে করোনা। তবে সেসব পুরনো গল্পের প্রেক্ষাপট নিয়েই হাজির এই পুজো মণ্ডপ।
6/10
শিশির ভাদুড়ি একবার বলেছিলেন, জাতীয় নাট্য বলে যদি কিছু থেকে থাকে, তাহলে তা যাত্রাই। এবারে কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজোর থিম 'যাত্রা শুরু'।
7/10
এই মণ্ডপ চত্বরে এলে মনে হবে আচমকা যাত্রাপাড়াতেই ঢুকে পড়েছেন দর্শক।
8/10
মহড়ার হারমোনিয়ামের আওয়াজ থেকে চারদিকে বিজ্ঞাপন চারপাশের জগতই বদলে দেবে যাত্রাপাড়ার।
9/10
তবে এই ভাবনায় শুধু যাত্রার অতীত গরিমা নেই। এখন যাত্রা করোনা কালে অনেকটাই বন্ধ।
10/10
কিন্তু এখনও সেই যাত্রা রমরমিয়ে চললে কী ধরণের পোস্টার হতে পারত, তাও পাওয়া যাবে এখানেই। (সব তথ্য ও ছবি অরিত্রিক ভট্টাচার্য)
Published at : 04 Oct 2021 02:54 PM (IST)
Tags :
Durga Puja Kankurgachi Durga Puja Celebration Durga Puja In Bengal Durga Puja 2021 Durga Puja In Kolkata Durga Puja 2021 Update Durga Puja Special When Is Durga Puja 2021 Durgotsav 2021 Durga Puja 2021 Date Durga Puja Significance Durga Puja History Durga Puja Importance Durga Puja In Abroad Durga Puja Rituals Durga Puja Vidhi দুর্গা পূজা দুর্গা পূজা ২০২১ Ma Durga Durga Devi