Durga Puja 2021: হারিয়ে যাওয়া যাত্রাপালার গল্প বলবে কাঁকুড়গাছি যুবকবৃন্দ

কাঁকুরগাছি যুবকবৃন্দ

1/10
পুজো এসে গিয়েছে। সাজছে বারোয়ারি পুজো থেকে বনেদি বাড়ি। শুরু থেকেই প্রস্তুতি পর্বের টুকরো ছবি তুলে ধরেছে এবিপি আনন্দ লাইভ। আজ সেই তালিকাতেই কাঁকুড়গাছি যুবকবৃন্দ।
2/10
কাঁকুড়গাছি যুবকবৃন্দের এ বছরের থিম যাত্রা। চিৎপুর যাত্রাপাড়ায় গেলেই রাস্তাজুড়ে চোখে পড়বে পোস্টারের রমরমা।
3/10
ইদানিংকালে যাত্রাপাড়ায় পোস্টার বা দু-একটা অফিস ঘর খোলা থাকলেও যাত্রাপালার বাজার যে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
4/10
হাল আমলে জৌলুস হারিয়ে পুরনো দিনের যাত্রা। মাল্টিপ্লেক্সের সিনেমাতেই মজেছে বর্তমান। রুজি রোজগার খুইয়েছেন যাত্রা শিল্পীরা।
5/10
তাই যাত্রার বাজার পড়েছে বহুদিন। যাও একটু আধটু কাজ হত তাতেও বাধ সেধেছে করোনা। তবে সেসব পুরনো গল্পের প্রেক্ষাপট নিয়েই হাজির এই পুজো মণ্ডপ।
6/10
শিশির ভাদুড়ি একবার বলেছিলেন, জাতীয় নাট্য বলে যদি কিছু থেকে থাকে, তাহলে তা যাত্রাই। এবারে কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজোর থিম 'যাত্রা শুরু'।
7/10
এই মণ্ডপ চত্বরে এলে মনে হবে আচমকা যাত্রাপাড়াতেই ঢুকে পড়েছেন দর্শক।
8/10
মহড়ার হারমোনিয়ামের আওয়াজ থেকে চারদিকে বিজ্ঞাপন চারপাশের জগতই বদলে দেবে যাত্রাপাড়ার।
9/10
তবে এই ভাবনায় শুধু যাত্রার অতীত গরিমা নেই। এখন যাত্রা করোনা কালে অনেকটাই বন্ধ।
10/10
কিন্তু এখনও সেই যাত্রা রমরমিয়ে চললে কী ধরণের পোস্টার হতে পারত, তাও পাওয়া যাবে এখানেই। (সব তথ্য ও ছবি অরিত্রিক ভট্টাচার্য)
Sponsored Links by Taboola