Durga Puja 2021: ষষ্ঠী থেকে সদর দরজায় বসবে নহবত, আমাদপুর জমিদার বাড়ির পুজোর ৩৬০ বছর পার

সেজেছে পূর্ব বর্ধমানের আমাদপুর রাজবাড়ির পুজো

1/10
আভিজাত্যে বিন্দুমাত্র টান পড়েনি পূর্ব বর্ধমানের আমাদপুর জমিদার বাড়ির পুজোয়। নয় নয় করে ৩৬০ বছরে পড়ল পূর্ব বর্ধমানের আমাদপুর জমিদার বাড়ির পুজো।
2/10
এখনও রীতি মেনে ষষ্ঠী থেকে সদর দরজায় বসে নহবত। তবে এ পুজোর সবচেয়ে নজরকাড়া ছবি হল, এখানে লক্ষ্মী, সরস্বতীর কোনও বাহন নেই। পরিবারের সদস্যরা মনে ভয়, বাহনে চড়ে তাঁরা যদি অন্য কোথাও চলে যান!
3/10
মেমারি থেকে দূরত্ব ৩ কিলোমিটার। রঙচটা দালানে এখনও পুজো এলেই নতুন রঙের গন্ধ পাওয়া যায়। রীতি মেনে ষষ্ঠী থেকেই সদর দরজায় বসে নহবত।
4/10
প্রহর অনুযায়ী পরিবর্তন হয় রাগ ও রাগিনীর। বর্তমান দুর্গা মণ্ডপের পাশেই জমিদারদের কুলদেবতা রাধামাধবের মন্দির।
5/10
শোনা যায়, রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন এই পরিবারেরই সদস্য দোহী সেনশর্মা। যিনি আবার কবি জয়দেবের সহকর্মী ছিলেন।
6/10
পরবর্তীকালে মোঘলদের কাছ থেকে এই পরিবারের দুই ভাইয়ের একজন মজুমদার ও একজন চৌধুরী উপাধি পান। জমিদার চন্দ্রশেখর চৌধুরী কুলদেবতার মন্দিরের পাশে দুর্গা মণ্ডপ তৈরি করেন।
7/10
সেখানেই ৩৬০ বছর ধরে পুজো হয়ে আসছে। আর যাতে বাড়ি ছেড়ে চলে না যান লক্ষ্মী-সরস্বতী, সেই জন্য বাহনহীন অবস্থাতেই পুজো হয়ে থাকে তাঁদের।
8/10
দেবীর নৈবেদ্যেও চমকের অভাব নেই। লুচি, বোঁদে, হালুয়া থেকে নারকেল নাড়ু, রসবড়া, হাজির থাকে সবই। আগে পুজোর সময় যাত্রার আসর বসলেও, এখন তা আর হয় না।
9/10
তবে ষষ্ঠী থেকেই সদর দরজায় বসে নহবত। সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর সময় হাজির হন পরিবারের সদস্যরা।
10/10
রথের দিন মায়ের গায়ে মাটি দেওয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। তারপর পুজোর আগে গোটা পরিবার হাজির হলে ক্রমে চরমে উঠতে থাকে উমা বোধনের ব্যস্ততা।
Sponsored Links by Taboola