কাচের মধ্যে আলোর খেলা, চোরবাগান সর্বজনীনের এবার থিম অন্তর্শক্তি
তমসা থেকে আলোর পথে যেতে বেশিরভাগ মানুষই ভরসা করেন অন্তর্শক্তিতে । এবার কলকাতার প্রসিদ্ধ সর্বজনীন দুর্গাপুজো, চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে এবারের থিম অন্তর্শক্তি ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোন সফল মানুষের পিছনে অন্য কারও অনুপ্রেরণা থাকুক বা না থাকুক , অবশ্যই আছে তাঁর অন্তরের শক্তি । কঠিন সময়কে পার করে মানুষ যখন সাফল্যের দিকে এগিয়ে যায় তখন তার মূল ভরসা হয় নিজের মধ্যে থাকা সেই শক্তি।
অন্তর্শক্তি অর্থাৎ মানুষের অন্তরের শক্তিকে পাথেয় করে এবছর সেজে উঠতে চলেছে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। থাকছে ভাঙা কাচের টুকরো দিয়ে বিভিন্ন শিল্পকলা ও নানা রঙের আলোর কাজ।
শিল্পী বিমল সামন্ত জানালেন, একটা ভাঙা কাচেও থাকে অন্তর্শক্তি । এখানে প্রবেশ করলেই একটা বিশেষ অনুভূতি হবে।
নিজের ভিতরে থাকা শক্তির বিচ্ছুরণ হতে পারে ঠিক এমন ভাবেই। এই সব কিছুর মধ্যেই অধিষ্ঠান করবেন মা দুর্গা, সপরিবারে।
প্রতিবছরই মণ্ডপসজ্জায় বিশেষ বার্তা রাখে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব। চোরবাগানের পুজোর গতবারের পোশাকি নাম ছিল ছত্রছায়া। যখনই সময় খারাপ যায়, তখনই সকলে একটা ছায়া খুঁজে নেয়।
এখানে অভিনব পদ্ধতিতে তৈরি হয়েছিল দুর্গা মণ্ডপ। বিশেষ ধরনের ইট ভেঙে ভেঙে তৈরি হয়েছিল মণ্ডপ। ধূসর রঙের ইটে সেজে উঠেছিল চত্বর। এবিপি আনন্দ 'উদ্ভাবনে সেরা' সম্মান পায় চোরবাগান সর্বজনীন।
এছাড়াও আরও একটি কারণ গত বছর আলোচনার কেন্দ্রে ছিল এই পুজো। গত ২ বছর কোভিড কাঁটায় অনেক ছোট পুজের উদ্যোক্তারাই সমস্যায় পড়েন অর্থনৈতিক ভাবে। তাদের পাশে দাঁড়িয়েছিল এই পুজো।
করোনা পরিস্থিতিতে সেবার শারদোত্সবে বিভিন্ন ক্লাবের পাশে ছিল চোরবাগানের পুজো কমিটি। একাধিক দুর্গাপুজো কমিটিকে প্রতিমা দিয়ে সাহায্য করে তারা।
আশ্বিণের এক শআরদ প্রাতে চোরবাগান পুজো কমিটির তরফে বিভিন্ন ক্লাবের কাছে তারা প্রতিমা পৌঁছে দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -