কাচের মধ্যে আলোর খেলা, চোরবাগান সর্বজনীনের এবার থিম অন্তর্শক্তি
অন্তর্শক্তি অর্থাৎ মানুষের অন্তরের শক্তিকে পাথেয় করে এবছর সেজে উঠতে চলেছে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ।
Durga Puja 2022 : কাচের মধ্যে আলোর খেলা, চোরবাগান সর্বজনীনের এবার থিম অন্তর্শক্তি
1/10
তমসা থেকে আলোর পথে যেতে বেশিরভাগ মানুষই ভরসা করেন অন্তর্শক্তিতে । এবার কলকাতার প্রসিদ্ধ সর্বজনীন দুর্গাপুজো, চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে এবারের থিম অন্তর্শক্তি ।
2/10
কোন সফল মানুষের পিছনে অন্য কারও অনুপ্রেরণা থাকুক বা না থাকুক , অবশ্যই আছে তাঁর অন্তরের শক্তি । কঠিন সময়কে পার করে মানুষ যখন সাফল্যের দিকে এগিয়ে যায় তখন তার মূল ভরসা হয় নিজের মধ্যে থাকা সেই শক্তি।
3/10
অন্তর্শক্তি অর্থাৎ মানুষের অন্তরের শক্তিকে পাথেয় করে এবছর সেজে উঠতে চলেছে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। থাকছে ভাঙা কাচের টুকরো দিয়ে বিভিন্ন শিল্পকলা ও নানা রঙের আলোর কাজ।
4/10
শিল্পী বিমল সামন্ত জানালেন, একটা ভাঙা কাচেও থাকে অন্তর্শক্তি । এখানে প্রবেশ করলেই একটা বিশেষ অনুভূতি হবে।
5/10
নিজের ভিতরে থাকা শক্তির বিচ্ছুরণ হতে পারে ঠিক এমন ভাবেই। এই সব কিছুর মধ্যেই অধিষ্ঠান করবেন মা দুর্গা, সপরিবারে।
6/10
প্রতিবছরই মণ্ডপসজ্জায় বিশেষ বার্তা রাখে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব। চোরবাগানের পুজোর গতবারের পোশাকি নাম ছিল ছত্রছায়া। যখনই সময় খারাপ যায়, তখনই সকলে একটা ছায়া খুঁজে নেয়।
7/10
এখানে অভিনব পদ্ধতিতে তৈরি হয়েছিল দুর্গা মণ্ডপ। বিশেষ ধরনের ইট ভেঙে ভেঙে তৈরি হয়েছিল মণ্ডপ। ধূসর রঙের ইটে সেজে উঠেছিল চত্বর। এবিপি আনন্দ 'উদ্ভাবনে সেরা' সম্মান পায় চোরবাগান সর্বজনীন।
8/10
এছাড়াও আরও একটি কারণ গত বছর আলোচনার কেন্দ্রে ছিল এই পুজো। গত ২ বছর কোভিড কাঁটায় অনেক ছোট পুজের উদ্যোক্তারাই সমস্যায় পড়েন অর্থনৈতিক ভাবে। তাদের পাশে দাঁড়িয়েছিল এই পুজো।
9/10
করোনা পরিস্থিতিতে সেবার শারদোত্সবে বিভিন্ন ক্লাবের পাশে ছিল চোরবাগানের পুজো কমিটি। একাধিক দুর্গাপুজো কমিটিকে প্রতিমা দিয়ে সাহায্য করে তারা।
10/10
আশ্বিণের এক শআরদ প্রাতে চোরবাগান পুজো কমিটির তরফে বিভিন্ন ক্লাবের কাছে তারা প্রতিমা পৌঁছে দেয়।
Published at : 09 Sep 2022 03:08 PM (IST)