Durga Puja Carnival: বর্ণাঢ্য শোভাযাত্রা, জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন
District Durga Puja Carnival: এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
ফাইল ছবি
1/10
বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায়, এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
2/10
শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল। ছৌ, ঝুমুর, সাঁওতালি নাচ, ধামসা মাদল, ঢাকিদের বোলে দুর্গাপুজোর কার্নিভাল শুরু হল পুরুলিয়ায়।
3/10
উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল হল। পুরুলিয়ায় নজর কাড়া ১৩টি মাতৃ মূর্তি নিয়ে পুজো কমিটির সদস্য সদস্যরা অংশ নিয়েছেন এই কার্নিভালে।
4/10
জেলায় প্রথম এই পুজো কার্নিভাল দেখতে উৎসাহী মানুষেরা ভিড় জমিয়েছিলেন শহরে। ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে এই কার্নিভাল শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার অতিক্রম করে রথতলা মোড় পর্যন্ত শোভাযাত্রা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।
5/10
এদিন ঝাড়গ্রামেও জেলার পুজো কার্নিভাল শুরু হয়। জেলার ১০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে।
6/10
ঝাড়গ্রাম শহরের গৌড়িয়া মঠ চত্বরে রাস্তার সামনে থেকে এই কার্নিভাল শুরু হয়ে শহরের পাঁচ মাথার মোড়ে শেষ হয়। জেলার প্রশাসন কর্তাদের জন্যে পাঁচ মাথা মোড়ে তৈরি করা হয় মঞ্চ।
7/10
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোক সংস্কৃতিক দল ডোল, ধামসার তালে মাতিয়ে রেখেছেন ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়। ইতিমধ্যে ভিড় জমেছে সাধারণ মানুষের।
8/10
শুধুমাত্র পুরুলিয়া বা ঝাড়গ্রামই, একইভাবে এদিন বাঁকুড়াতেও কার্নিভালের আয়োজন করা হয়। পাশাপাশি হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। অংশ নিয়েছিল জেলার একাধিক পুজো কমিটি।
9/10
হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা সঙ্গে পরিচিত সবাই। এবছর জেলায় দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়। মহা সমারোহে সামিল হয় পুজো উদ্যোক্তারা।
10/10
আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।
Published at : 07 Oct 2022 09:02 PM (IST)