Durga Puja 2022 : দক্ষিণ কলকাতার এই রাস্তা গেলে খুঁজে পাবেন জগন্নাথধাম, দেখুন ছবি

Durga Puja 2022 : দক্ষিণ কলকাতার এই রাস্তা গেলে খুঁজে পাবেন জগন্নাথধাম, দেখুন ছবি

1/10
কলকাতার মাঝে একটুকরো ওড়িশা। রঙে রঙে সেজে উঠেছে দেওদার স্ট্রিট। ঝলমল করছে চারিদিক।
2/10
কালোই সব আলো - এই ভাবনাই এবার প্রতিফলিত হাজরা রোডের দেওদার রোডের বালক সঙ্ঘের পুজোয়। তাঁদের মণ্ডপ ভাবনা কেন্দ্রে এবার জগন্নাথ দেব। তাঁর কালো অঙ্গই সব রঙের উৎস বলে মনে করেন শিল্পী। 
3/10
মণ্ডপ ভাবনার কেন্দ্রে আছেন জগন্নাথ-ভগ্নী সুভদ্রাও। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তান হারিয়ে যখন ভেঙে পড়েন, তখন জগন্নাথ তাঁকে বলেন , ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে অভিমন্যুর অবদান চিরকাল মনে রাখবে মানুষ।
4/10
মণ্ডপসজ্জায় তাই এবার প্রধান রঙ লাল, হলুদ, কালো, সবুজ। হলুদে সব রঙের প্রকাশ। কালোতেই লুকিয়ে সব রঙ।
5/10
লাল সুভদ্রার বর্ণ। বলভদ্রের প্রকাশ সবুজ রঙে। 
6/10
জগন্নাথের প্রকাশ হলুদ রঙে। তাই এই সব রঙ মিলিয়েই ভাবা হয়েছে মণ্ডপ। 
7/10
আর এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জুড়ে থাকবে সুভদ্রার নাম। সুভদ্রাও রয়েছেন হাজরা মোড়ের কাছে দেওদার স্ট্রিটের এই পুজোয়। 
8/10
গত ২ বছরে অতিমারী ক্ষতবিক্ষত করেছে মানব সভ্যতাকে। মহামায়ার কাছে এর থেকে মুক্তি চেয়েছে বিশ্ব। 
9/10
দক্ষিণ কলকাতার এই পুজো সকলের নজর কাড়ছে। সাবেকি প্রতিমা আর আধুনিক ভাবনার মিশেলে এক আশ্চর্য যুগলবন্দি। 
10/10
এবার যেন মহামায়া এই মুক্তির বার্তাই নিয়ে এসেছেন। সারা বিশ্বে ঘটে চলা অশুভের বিরুদ্ধেই মহিষাসুরমর্দিনীর লড়াই। তাই মণ্ডপসজ্জায় এঁদের বার্তা অশুভ শক্তির বিরুদ্ধে। 
Sponsored Links by Taboola