Durga Puja 2022 : যন্তর-মন্তরের রহস্য থেকে নায়কের শিহরণ জাগানো দৃশ্য, বাগনানের পুজোয় এবার থিম সত্যজিৎ
বাগনানের খালোড় দক্ষিণপল্লীর দুর্গাপুজো , দেখলে মনে হবে যেন কোনও ছবির সেটে চলে এসেছেন। কোথাও মাথা বাদ যাওয়া হীরক রাজের মূর্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোথাও সত্যজিত রায়ের অন্য কোনও ছবির কোনও চরিত্র দাঁড়িয়ে। এবার বাগনানের এই পুজোর থিম সত্যজিত রায়ের ছবির দুনিয়া।
কিংবদন্তি পরিচালকের কালোত্তীর্ণ চরিত্ররা মণ্ডপে স্থান পেয়েছে। যেমন হীরক রাজের মূর্তির এই খণ্ডিত মস্তক।
কোথাও আবার দেখা যাবে নায়ক ছবির দৃশ্য। কোথাও দেখা যাবে, হীরক রাজার দেশের যন্তর-মন্তর।
পথের পাঁচালির সেই রেলগাড়ি মনে পড়ে ? যা দেখতে অপু দুর্গা ছুটতে ছুটতে গিয়ে ছিল কাশবনের ধার ধরে। সেই রেলগাড়ির দেখাও মিলবে।
ভূতের রাজার দর্শনও মিলবে এই মণ্ডপে। তাই শিশুরা মজা পাবেন, তা বলাই বাহুল্য।
দক্ষিণপল্লীর মণ্ডপ তৈরি হচ্ছে ‘হীরক রাজার দেশে’র ছবির ‘যন্তর মন্তরে’র আদলে। গুপু গাইন বাঘা বাইনের খণ্ড চিত্র দেখতে পাবেন ।
এই হল মাতৃমূর্তি। ফ্যাশন ডিজাইনের অধ্যাপক সৌমেন ঘোষের ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ।
দেবী মূর্তি দেখলে চোখ জুড়োবে, আশা উদ্যোক্তাদের।
‘পথের পাঁচালী’ থেকে ‘গুপি বাঘা’র নানা চরিত্ররা যেন জীবন্ত হয়ে উঠেছে এখানে শিল্পীর ভাবনায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -