Durga Puja 2023 : ত্রিপুরায় ৫৫ কেজির রুপোর দুর্গামূর্তি গেল বাংলা থেকে, তৈরির সময় নজিরবিহীন নিরাপত্তা
ত্রিপুরায় ৫৫ কেজির রুপোর দুর্গামূর্তি
1/9
চার ছেলেমেয়ে নিয়ে ৫৫ কেজির রুপোর দুর্গা পাড়ি দিলেন ত্রিপুরায় ( Tripura Durga Puja ) । আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের মণ্ডপ আলো করে থাকবেন রুপোলি দুর্গা ( Silver Durga )।
2/9
৫৫ কেজির রুপোর মা দুর্গা । সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। এই মাতৃমূর্তি অস্ত্রধারী নয়।
3/9
ত্রিপুরার রাজধানী আগরতলার এক অন্যতম জনপ্রিয় সর্বজনীন দুর্গাপুজো ছাত্রবন্ধু ক্লাব। দর্শক টানতে প্রতি বছর তারা নানারকম থিম দিয়ে তৈরি করে মণ্ডপ থেকে প্রতিমা।
4/9
এর আগে, ২০১৬ সালে সোনা ও হীরে দিয়ে সোনার প্রতিমা গড়ে সকলের নজর কেড়ে নিয়েছিল এই ক্লাব। সে-বছর দেবী প্রতিমা যেমন সকলের চোখ টেনেছিল, তেমনই দক্ষিণ ভারত লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল মণ্ডপ।
5/9
হাবড়ার বাণীপুরে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার প্রায় চারমাস ধরে গড়েছেন প্রতিমা। নিরাপত্তার জন্য রাখা হয়েছিল ৪ জন গানম্যানকে। ১২টি সিসি ক্যামেরায় অষ্টপ্রহর পাহারা দেওয়া হত রুপোর দুর্গাকে।
6/9
করোনার আগে আগরতলার এই ক্লাবের জন্যই ৪ কোটি টাকার সোনার দুর্গা তৈরি করেছিলেন হাবড়ার এই শিল্পী। এবার ইচ্ছা ছিল, প্ল্যাটিনাম বা হিরে দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করার। কারণ ছাত্রবন্ধু ক্লাবের পুজো মানেই বড় বাজেট।
7/9
শিল্পী ভেবেছিলেন, এবার হীরে বা প্লাটিনাম দিয়ে ঠাকুর তৈরির বরাত পাবেন। কিন্তু করোনা পরবর্তীকালে সেই সঙ্গতি নেই উদ্যোক্তাদের।
8/9
জুন মাস থেকে শুরু করেছিলেন রুপোর ঠাকুর তৈরি। প্রতিদিন একটু একটু করে এগিয়েছে কাজ। নিখুঁত থেকে আরও নিখুঁত করে তুলেছেন ।
9/9
রবিবার অবশেষে বিমানে আগরতলার উদ্দেশে রওনা হল দেবী মূর্তি। ইতিমধ্যেই এই রুপোর ঠাকুর নিয়ে আগ্রহের সীমা নেই ত্রিপুরায়।
Published at : 16 Oct 2023 03:39 PM (IST)