Durga Puja 2023: সুরুচি সঙ্ঘে ঢাকে বোল তুললেন অরূপ বিশ্বাস, উচ্ছ্বাসে মাতলেন ঋতুপর্ণা
সুরুচি সঙ্ঘে যখন ঢাকে বোল তুললেন অরূপ বিশ্বাস। খোশ মেজাজে উপস্থিত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে তখন শ্রীভূমিতে ঢাক বাজালেন সুজিত বসু। নবমীর রাতে অন্য মুডে রাজ্যের দুই মন্ত্রী।
'বাঘাযতীন'ছবি মুক্তির দিনে সুরুচি সঙ্ঘে ঢাকের বোল তুলেছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব।ওই তালে তালে পা মেলান আর এক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত।
সুরুচি সঙ্ঘে এসে আসর জমান অঙ্কুশ।
আপন ছন্দে এসে মেতে উঠেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সবমিলিয়ে উৎসবে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতায় জনসমুদ্র। চারিদিকে আলোর রোশনাই।
প্রতিবারের মতো এবারেও কলকাতার মেয়রকে পাঞ্জাবীতে দেখতে পাওয়া গেল।
কোথাও থিমের চাকচিক্য, কোথাও সাবেকিয়ানা। নিষ্ঠাভরে উমা আরাধনা। সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ৷ দশমীর সকালেও ঠাকুর দেখার ভিড় একাধিক জায়গায়৷
সবমিলিয়ে নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।
ঢাকের তালে তালেই ধীরে ধীরে পুজো শেষ হওয়ার অপেক্ষায়। ইতিমধ্য়েই একাধিক জায়গায় সিঁদূরখেলায় মেতেছেন মহিলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -