Durga Puja 2023রং ও আলোর সাজে সেজেছে ত্রিধারা সম্মিলনী, মহাষষ্ঠীতেই দর্শনার্থীদের লম্বা লাইন ...
আজ মহাষষ্ঠী। মহানগরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দর্শনার্থীর ভিড়। তার মধ্যে ত্রিধারা সম্মিলনীর পুজো যেন একটু হলেও আলাদা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজোর সেই অর্থে আলাদা কোনও 'থিম' নেই। মূলত আলো এবং রংয়ের দুরন্ত যুগলবন্দি চোখে পড়বে এই মণ্ডপে।
এখানকার দেবীপ্রতিমা একছাঁচের। সাবেকি প্রতিমার থেকে অনেকটাই আলাদা ত্রিধারা সম্মিলনীর দেবীমূর্তি।
মূল রাস্তার পাশে ছোট্ট জায়গায় গত ৭৭ বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এখানে রং এবং আলোকে ব্যবহার করে অনন্যসুন্দর মণ্ডপসজ্জা করা হয়েছে এবারও।
সামান্য ইলেকট্রিকের পাইপ ব্যবহার করে আলোর সাজে সাজানো হয়েছে মণ্ডপটি। সেই মণ্ডপ দেখতেই কাতারে কাতারে মানুষের ভিড়। মহাষষ্ঠীর দিন থেকেই কার্যত লাইনের শুরু এবং শেষ দেখা কঠিন।
এমনিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, যে নবমী ও দশমীতে বৃষ্টি কিছুটা হলেও পুজোর আনন্দ মাটি করতে পারে। তাই আগেভাগেই লাইন দিয়ে ঠাকুর দেখার পালা যথাসম্ভব শেষ করে রাখতে চাইছেন পুজোপ্রেমী কলকাতাবাসী।
ত্রিধারা সম্মিলনীর পুজো যে এভাবেই সেজে উঠতে চলেছে, তার কিছুটা আন্দাজ দিয়ে রেখেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। জানিয়েছিলেন, এ বছর ত্রিধারা সম্মিলনীর পুজোর ভাবনা 'উৎসব'।
এই ভাবনার সার কথা অবশ্য আনন্দ, জানিয়েছিলেন অভিনেত্রী। দুর্গাপুজো মানে যে আসলে প্রাণভরা আনন্দ, সেটাই এবারের মণ্ডপসজ্জার উদ্দেশ্য।
সেই অর্থে এবার ত্রিধারা সম্মিলনীর পুজোর কোনও আলাদা থিম নেই, তখন এও জানিয়েছিলেন দেবলীনা। এবারের এক এবং একমাত্র উদ্দেশ্য দর্শনার্থীদের ভালোবাসা পাওয়া।
পুরস্কার নয়, আনন্দ ভাগ করে নেওয়াই এবার মণ্ডপসজ্জার মূল ভাবনা। সেই ভাবনা বুঝতে ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে মহাষষ্ঠীতেই বিপুল ভিড়।এই বার থিম সং-ও বের করেছে ত্রিধারা সম্মিলনী। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে 'হিট' এই পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -