Durga Puja 2023রং ও আলোর সাজে সেজেছে ত্রিধারা সম্মিলনী, মহাষষ্ঠীতেই দর্শনার্থীদের লম্বা লাইন ...
Tridhara Sammilani On Mahashashti:আজ মহাষষ্ঠী। মহানগরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দর্শনার্থীর ভিড়। তার মধ্যে ত্রিধারা সম্মিলনীর পুজো যেন একটু হলেও আলাদা।
রং ও আলোর সাজে সেজেছে ত্রিধারা সম্মিলনী, মহাষষ্ঠীতেই দর্শনার্থীদের লম্বা লাইন ...
1/10
আজ মহাষষ্ঠী। মহানগরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দর্শনার্থীর ভিড়। তার মধ্যে ত্রিধারা সম্মিলনীর পুজো যেন একটু হলেও আলাদা।
2/10
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজোর সেই অর্থে আলাদা কোনও 'থিম' নেই। মূলত আলো এবং রংয়ের দুরন্ত যুগলবন্দি চোখে পড়বে এই মণ্ডপে।
3/10
এখানকার দেবীপ্রতিমা একছাঁচের। সাবেকি প্রতিমার থেকে অনেকটাই আলাদা ত্রিধারা সম্মিলনীর দেবীমূর্তি।
4/10
মূল রাস্তার পাশে ছোট্ট জায়গায় গত ৭৭ বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এখানে রং এবং আলোকে ব্যবহার করে অনন্যসুন্দর মণ্ডপসজ্জা করা হয়েছে এবারও।
5/10
সামান্য ইলেকট্রিকের পাইপ ব্যবহার করে আলোর সাজে সাজানো হয়েছে মণ্ডপটি। সেই মণ্ডপ দেখতেই কাতারে কাতারে মানুষের ভিড়। মহাষষ্ঠীর দিন থেকেই কার্যত লাইনের শুরু এবং শেষ দেখা কঠিন।
6/10
এমনিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, যে নবমী ও দশমীতে বৃষ্টি কিছুটা হলেও পুজোর আনন্দ মাটি করতে পারে। তাই আগেভাগেই লাইন দিয়ে ঠাকুর দেখার পালা যথাসম্ভব শেষ করে রাখতে চাইছেন পুজোপ্রেমী কলকাতাবাসী।
7/10
ত্রিধারা সম্মিলনীর পুজো যে এভাবেই সেজে উঠতে চলেছে, তার কিছুটা আন্দাজ দিয়ে রেখেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। জানিয়েছিলেন, এ বছর ত্রিধারা সম্মিলনীর পুজোর ভাবনা 'উৎসব'।
8/10
এই ভাবনার সার কথা অবশ্য আনন্দ, জানিয়েছিলেন অভিনেত্রী। দুর্গাপুজো মানে যে আসলে প্রাণভরা আনন্দ, সেটাই এবারের মণ্ডপসজ্জার উদ্দেশ্য।
9/10
সেই অর্থে এবার ত্রিধারা সম্মিলনীর পুজোর কোনও আলাদা থিম নেই, তখন এও জানিয়েছিলেন দেবলীনা। এবারের এক এবং একমাত্র উদ্দেশ্য দর্শনার্থীদের ভালোবাসা পাওয়া।
10/10
পুরস্কার নয়, আনন্দ ভাগ করে নেওয়াই এবার মণ্ডপসজ্জার মূল ভাবনা। সেই ভাবনা বুঝতে ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে মহাষষ্ঠীতেই বিপুল ভিড়।এই বার থিম সং-ও বের করেছে ত্রিধারা সম্মিলনী। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে 'হিট' এই পুজো।
Published at : 20 Oct 2023 09:36 PM (IST)