Durga Puja 2023:দেদার আড্ডায় মহাষষ্ঠীর সন্ধেয় জমজমাট ম্যাডক্স স্কোয়ার
Maddox Square Park: অনন্য সব থিমের ভাবনায় মণ্ডপসজ্জা, প্রতিমার আদল। এসবের মধ্যে ম্যাডক্স স্কোয়ারের পুজো মানেই সাবেকিয়ানা।
মহাষষ্ঠীর সন্ধের সেজে উঠছে ম্যাডক্স স্কোয়ার
1/9
মহাষষ্ঠীর সন্ধে মানেই পুজো পুরোদস্তুর শুরু। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র কাতারে কাতারে দর্শনার্থীর ঢল। অনন্য সব থিমের ভাবনায় মণ্ডপসজ্জা, প্রতিমার আদল। এসবের মধ্যে ম্যাডক্স স্কোয়ারের পুজো মানেই সাবেকিয়ানা।
2/9
অলংকারে ভরা মাতৃমূর্তি, সাবেকি মণ্ডপসজ্জায় বাঙালির সেই চেনা দুর্গাপুজোর মেজাজ ধরে রেখেছে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো।
3/9
মূর্তি এখানে একচালার। মণ্ডপ জুড়ে ঝাড়বাতির আলো। চার দিক ঝমলমল করছে। আর আশপাশে দেদার মানুষের ভিড়। বছরের পর বছর ম্যাডক্স স্কোয়ার মানে এই ছবি।
4/9
একসময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে পেশাদার চাকুরিজীবী, পুজোর চারদিন আড্ডা মানেই ম্যাডক্স স্কোয়ারের কথা মাথায় আসত বেশিরভাগের। কেউ আবার হয়তো আগে থেকে কিছু না জেনেই পৌঁছে যেতেন সেখানে। মনের কোণে থাকত একটা বিশ্বাস, যদি কোনও পুরনো বন্ধু, চেনা মানুষ বা জীবনের চলার পথে হারিয়ে যাওয়া প্রিয়জনের দেখা মেলে...
5/9
পুজোর ম্যাডক্স স্কোয়ার বছরের পর বছর ধরে বহু মানুষের সেই আশা পূরণ করেছে। সে ভাবে ভাবলে উৎসবের মূল কথাটি এখানে প্রত্যেক বছর উদযাপন করা হয়।
6/9
এবারও ব্যতিক্রম হল না। মহাষষ্ঠীর সন্ধে থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন ম্যাডক্স স্কোয়ারে।
7/9
মণ্ডপসজ্জা, মাতৃমূর্তির দর্শনের পাশাপাশি হয়তো ইতিউতি চাউনি খুঁজে চলেছে কোনও পুরনো বন্ধুকে। পাশাপাশি গানবাজনাও হচ্ছে।
8/9
সব মিলিয়ে জমজমাট ম্যাডক্স স্কোয়ার জমজমাট। এমনিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, যে নবমী ও দশমীতে বৃষ্টি কিছুটা হলেও পুজোর আনন্দ মাটি করতে পারে। তাই আগেভাগেই লাইন দিয়ে ঠাকুর দেখার পালা যথাসম্ভব শেষ করে রাখতে চাইছেন পুজোপ্রেমী কলকাতাবাসী।
9/9
এমনিতে এখানকার বোধন মহাষষ্ঠীর সকালে হয়ে গিয়েছে। সন্ধেবেলা তাই মায়ের সাজ, মণ্ডপের আলো ও দর্শনার্থীদের ভিড়ে উৎসবের আনন্দের ভরপুর মেজাজ ম্যাডক্স স্কোয়ারে।
Published at : 20 Oct 2023 10:38 PM (IST)