Durga Puja 2023: কলকাতা থেকে রাঁচি- পুজোর আনন্দে মাতোয়ারা দেশ
Durga Pujo: কলকাতা থেকে জেলা নানা জায়গায় চলছে দুর্গাপুজো।
নিজস্ব চিত্র
1/8
বাংলার কোণায় কোণায় পুজো থেকে শুরু করে ভারতের নানা রাজ্য। সর্বত্র চলছে পুজো। দুর্গাপুজো ঘিরে ষষ্ঠীর রাতেই চরমে উঠেছে উৎসাহ। কলকাতা থেকে জেলা নানা জায়গায় চলছে দুর্গাপুজো।
2/8
রাঁচিতেও একাধিক দুর্গাপুজো হয়। মন্ডপসজ্জায় তাক লাগিয়ে দেওয়া হয়েছে সেখানেও
3/8
প্রতিমাও তাক লাগানোর মতোই। রাঁচি রেলওয়ে স্টেশনের দুর্গাপুজোয় ভিড় জমিয়েছেন মানুষ।
4/8
একাধিক পুজোয় সাবেকি সাজে সেজেছে দেবী প্রতিমা। নদিয়ার একটি পুজো।
5/8
কলকাতায় এসপ্ল্যানেড চত্বরে ট্রামের মধ্যে আয়োজিত দুর্গাপুজো। আলোয় সেজে উঠেছে ট্রাম।
6/8
সারোগেসি বিষয়টিও ফুটে উঠেছে পুজোর থিমে। দুর্গা পুজো মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে থিম।
7/8
মহাষষ্ঠীর দিনেই ঢল নেমেছে কলকাতার রাজপথে।
8/8
গুরগাঁওতেও দুর্গাপুজো। পুজো দেখতে ভিড় দর্শনার্থীদের।image 8
Published at : 21 Oct 2023 12:25 AM (IST)