Durga Puja 2023 : একডালিয়া থেকে টালা, এক নজরে কলকাতার প্রসিদ্ধ পাঁচ পুজোর ছবি
লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড। এই মণ্ডপ দেখতে প্রবল ভিড় মণ্ডপে উদ্বোধনের পর থেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবারের মতো এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের দেবী প্রতিমাকে। পেল্লাই সাইজের মুকুট থেকে, বিশাল হার, মোটা মোটা বাহুবন্ধ, সবই সোনার তৈরি
টালা প্রত্যয় পুজোর থিম 'কহন'। পুজোর থিমে যেন তুলে ধরা হয়েছে শিল্পীর কল্পনায় একটা বাড়ি যেখানে তিনি ও দুর্গা থাকেন।
৯৮ বছরে পা দিল এই পুজো। উত্তর কলকাতার এই পুজো সব সময়ই স্বতন্ত্র কিছু করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।
সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। ৮৮ বছরে পা দিল এই পুজো।
উত্তর কলকাতার এই পুজো ঐতিহ্যবাহী। উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ। ঘুরে গেলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মণ্ডপজুড়ে শুধু আলোর খেলা। মুগ্ধ হবেন সকলেই।
মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'। ৮৯ তম বছরে পা দিল এই পুজো।
মায়ের মূর্তি সাবেকি, মণ্ডপের ভিতরে ও বাইরে পিতলের কাজ মুগ্ধ করবে সকলকে।
একডালিয়া এভারগ্রিন পুজোর থিম রাজস্থানের যোধপুরের জৈন মন্দির। ৮১ বছরে পা দিল এই পুজো।
বেনারস থেকে বেনারসী আনিয়ে পরানো হয়েছে দুর্গা প্রতিমাকে। রাজবেশ থেকে ঝাড়বাতি, কাড়ছে নজর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -