Durga Puja 2023: ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন, নিরাপত্তার জন্য স্পিডবোটের বন্দোবস্ত, তৎপর পুরসভার কর্মীরা
Durga Idol Immersion: প্রতিমা বিসর্জন বাবুঘাটে তুঙ্গে তৎপরতা। গতকাল থেকে বাবুঘাটে ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫৯১ টি প্রতিমা বিসর্জন করা হয়েছে।
ফাইল ছবি
1/10
ঘর শূন্য করে ছেলেমেয়ে নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। আলো ঝলমলে উৎসবের রং হঠাৎ ফিকে। একাদশীতেও ঘাটে ঘাটে চলছে বিসর্জন।
2/10
পাঁচদিনের পুজো শেষ। আবার চেনা রুটিনে ফিরে যাওয়া। তার আগে শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে প্রস্তুত।
3/10
প্রতিমা বিসর্জন বাবুঘাটে তুঙ্গে তৎপরতা। গতকাল থেকে বাবুঘাটে ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫৯১ টি প্রতিমা বিসর্জন করা হয়েছে।
4/10
যার বেশিরভাগ বাড়ির পুজো। আজও চলছে বিসর্জন। বাড়ির পুজো তো বটেই বেশ কিছু বারোয়ারি পুজোর নিরঞ্জনও হচ্ছে আজ।
5/10
আবার একটা বছরের অপেক্ষা। শহর কলকাতার ঘাটগুলিতে দিনভর চলল প্রতিমা নিরঞ্জনের পালা।
6/10
ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপরতার সঙ্গে কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা।
7/10
৬-৭ টি ক্রেন ব্যবহার করা হচ্ছে কাঠামো সরানোর কাজে।
8/10
প্রত্যেক ঘাটে ফুল ফেলার জন্য পুরসভার তরফ থেকে রাখা হয়েছে আলাদা জায়গা।
9/10
কাঠামোগুলি জল থেকে তুলে ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
10/10
রাখা হয়েছে পে লোডার, ফ্লোটিং ক্রেন। নিরাপত্তার জন্য রাখা হয়েছে স্পিডবোট।
Published at : 25 Oct 2023 06:56 PM (IST)