Durga Puja 2023: ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন, নিরাপত্তার জন্য স্পিডবোটের বন্দোবস্ত, তৎপর পুরসভার কর্মীরা
ঘর শূন্য করে ছেলেমেয়ে নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। আলো ঝলমলে উৎসবের রং হঠাৎ ফিকে। একাদশীতেও ঘাটে ঘাটে চলছে বিসর্জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁচদিনের পুজো শেষ। আবার চেনা রুটিনে ফিরে যাওয়া। তার আগে শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে প্রস্তুত।
প্রতিমা বিসর্জন বাবুঘাটে তুঙ্গে তৎপরতা। গতকাল থেকে বাবুঘাটে ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫৯১ টি প্রতিমা বিসর্জন করা হয়েছে।
যার বেশিরভাগ বাড়ির পুজো। আজও চলছে বিসর্জন। বাড়ির পুজো তো বটেই বেশ কিছু বারোয়ারি পুজোর নিরঞ্জনও হচ্ছে আজ।
আবার একটা বছরের অপেক্ষা। শহর কলকাতার ঘাটগুলিতে দিনভর চলল প্রতিমা নিরঞ্জনের পালা।
ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপরতার সঙ্গে কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা।
৬-৭ টি ক্রেন ব্যবহার করা হচ্ছে কাঠামো সরানোর কাজে।
প্রত্যেক ঘাটে ফুল ফেলার জন্য পুরসভার তরফ থেকে রাখা হয়েছে আলাদা জায়গা।
কাঠামোগুলি জল থেকে তুলে ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
রাখা হয়েছে পে লোডার, ফ্লোটিং ক্রেন। নিরাপত্তার জন্য রাখা হয়েছে স্পিডবোট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -