Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2023:পুজোর ২৫ বছর পূর্তিতে 'বসুধৈব কুটুম্বকম'-র পথে এক পা, দুঃস্থ শিশুদের দিয়ে উদ্বোধন আবাসনের পুজো
'জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ'...সে কি স্রেফ কথায় কথা? সাধারণের বিশ্বাস, আনন্দ ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। দুর্গোৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেই সারকথাকেই মাথায় রেখে এগোল জোনালি দুর্গোৎসব কমিটি। ৭৫ দুঃস্থ পড়ুয়াকে সামিল করে নিল আনন্দময়ীর আরাধনায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠাকুরপুকুরের 'সেভ দ্য চিলড্রেন হোম' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা নিরন্তর এই দুঃস্থ পড়ুয়াদের নিয়ে কাজ করে। ২৫ বছরের পুজো উদ্বোধনে সেই স্বেচ্ছাসেবী সংস্থার ৭৫ জন শিশু-কিশোরীকে নিয়ে এসেছিল মহাত্মী গাঁধী রোডের উপর এই ছোট্ট আবাসনের দুর্গোৎসব কমিটি।
আবাসনের পুজো। সে অর্থে থিমের বাহার নেই। কিন্তু ভাবনা প্রথম থেকেই স্পষ্ট। 'আপন হতে বাহির হয়ে' কিছু একটা করা জরুরি।
তাই মহাষষ্ঠীর দিন স্বেচ্ছাসেবী সংস্থার ৭৫ জন পড়ুয়া ও ৫ জন কর্মীকে আমন্ত্রণ জানানো হয়। ২৫ বছরের পুজোর উদ্বোধন করে ওই পড়ুয়ারাই। উদ্বোধনী সঙ্গীতও ছিল তাদেরই কণ্ঠে।
শুধু তাই নয়। দেবী আরাধনায়, একাধিক পারফরম্যান্সও করে তারা। খুদেদের নাচ-গানে পুজোর প্রথম থেকেই জমজমাট আবাসনের উৎসবের মেজাজ।
আবাসনের দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, যাতে আনন্দের কিছুটা তাদের সঙ্গেও ভাগ করে নেওয়া যায়। তাই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, পেনের মতো লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয় শিশু-কিশোরীদের হাতে।
টালিগঞ্জ থেকে ঠাকুরপুকুরগামী মহাত্মা গাঁধী রোডের উপর জোনালী অ্যাপার্টমেন্টে পুজো শুরু হয় ১৯৯৯ সালে। এখানে বরাবরই ছিমছাম আবাসনের পুজোর মেজাজ। তবে আন্তরিকতা এবং নিয়মনিষ্ঠার ত্রুটি নেই একচুলও।
দেখতে দেখতে সেই আবাসনের পুজোর ২৫ বছর। তবে এবার আর অ্যাপার্টমেন্টের সীমিত গন্ডির মধ্যে আটকে থাকতে চাননি বাসিন্দারা। আসলে 'বসুধৈব কুটুম্বকম'-এর পথে এক কদম এগোনোর চেষ্টা করছেন ওঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -