Durga Puja 2023 : গরান গাছের ডালে পুজো দিয়ে হয়ে গেল দুর্গাপুজোর সূচনা, চট্টোপাধ্যায় পরিবারের খুঁটিপুজোর রীতি অভিনব

চট্টোপাধ্যায় পরিবারের খুঁটিপুজোর রীতি অভিনব

1/8
চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবার। কলকাতার ইতিহাসে এই পরিবারের নাম জ্বলজ্বল করছে। এই পরিবার এক সময় ছিল শিক্ষা-সংষ্কৃতি-সঙ্গীতচর্চার পীঠস্থান। আজও সেই ট্র্যাডিশন চলছে।
2/8
এই বাড়িতে কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে। একটি গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামো। সেই ডাল প্রতিমার সঙ্গেই নিরঞ্জন হয়।
3/8
বাড়ির দালানে প্রতিমা তৈরি হয় না। কাঠামো পুজোর পর সেই ডাল যায় কুমোরটুলিতে। সেখানেই প্রতিমাশিল্পী নিমাই পাল তৈরি করেন মা দুর্গার মূর্তি।
4/8
জন্মাষ্টমীর দিন পরিবারের কূলদেবতার পুজো হয়। নিবেদন করা হয় তালের বড়া ও অন্যান্য মিষ্টান্ন। এদিনই বাড়িতে অফিসিয়ালি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়।
5/8
মায়ের পরনে থাকে বেনারসী শাড়ি। গা-ভরা সোনার সাজ। বৃহন্নান্দীকেশ্বর মতে পুজো হয় এই বাড়িতে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী।
6/8
এখনও চট্টোপাধ্যায় পরিবারের নতুন ও পুরনো প্রজন্মের মানুষরা মিলেমিশে পুজো সামলান। এই বাড়িতে পুজোর কয়েকদিন কেউ বাইরে ঠাকুর দেখতে যায় না। ছোট ছোট ছেলেমেয়েরা বড়জোর কাছাকাছি বের হয়।
7/8
কথিত আছে, রামচন্দ্র স্ত্রী দুর্গাদাসীর পরামর্শে বাড়ির ঠাকুরদালানে ১৮৬০ সালে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। পরিবার সূত্রে জানা যায়, অসুরের কোমরবন্ধে এই সালেরই উল্লেখ আছে।
8/8
কলকাতার এই সুপ্রাচীন পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এখন শুধু দিন গোনার পালা।
Sponsored Links by Taboola