Durga Puja 2023 : গরান গাছের ডালে পুজো দিয়ে হয়ে গেল দুর্গাপুজোর সূচনা, চট্টোপাধ্যায় পরিবারের খুঁটিপুজোর রীতি অভিনব
চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবার। কলকাতার ইতিহাসে এই পরিবারের নাম জ্বলজ্বল করছে। এই পরিবার এক সময় ছিল শিক্ষা-সংষ্কৃতি-সঙ্গীতচর্চার পীঠস্থান। আজও সেই ট্র্যাডিশন চলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাড়িতে কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে। একটি গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামো। সেই ডাল প্রতিমার সঙ্গেই নিরঞ্জন হয়।
বাড়ির দালানে প্রতিমা তৈরি হয় না। কাঠামো পুজোর পর সেই ডাল যায় কুমোরটুলিতে। সেখানেই প্রতিমাশিল্পী নিমাই পাল তৈরি করেন মা দুর্গার মূর্তি।
জন্মাষ্টমীর দিন পরিবারের কূলদেবতার পুজো হয়। নিবেদন করা হয় তালের বড়া ও অন্যান্য মিষ্টান্ন। এদিনই বাড়িতে অফিসিয়ালি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়।
মায়ের পরনে থাকে বেনারসী শাড়ি। গা-ভরা সোনার সাজ। বৃহন্নান্দীকেশ্বর মতে পুজো হয় এই বাড়িতে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী।
এখনও চট্টোপাধ্যায় পরিবারের নতুন ও পুরনো প্রজন্মের মানুষরা মিলেমিশে পুজো সামলান। এই বাড়িতে পুজোর কয়েকদিন কেউ বাইরে ঠাকুর দেখতে যায় না। ছোট ছোট ছেলেমেয়েরা বড়জোর কাছাকাছি বের হয়।
কথিত আছে, রামচন্দ্র স্ত্রী দুর্গাদাসীর পরামর্শে বাড়ির ঠাকুরদালানে ১৮৬০ সালে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। পরিবার সূত্রে জানা যায়, অসুরের কোমরবন্ধে এই সালেরই উল্লেখ আছে।
কলকাতার এই সুপ্রাচীন পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এখন শুধু দিন গোনার পালা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -