Durga Puja 2023 : পুজোর বাকি আর ৩০ দিন, এক নজরে দেখে নিন বোধন থেকে বিসর্জনের সময়সূচি
কাশের বনে লেগেছে দোলা। শহর জুড়ে হোর্ডিং। পাড়ায় পাড়ায় মণ্ডপ গড়ার প্রস্তুতি। পুজোর বাকি আর এক মাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর মাত্র ৩০ দিন বাকি। দিকে দিকে চলছে তোরজোড়। কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা। পুজো কমিটিগুলির ফাইনাল প্রেপারেশন।
উত্তর থেকে দক্ষিণের পুজোগুলোর প্রস্তুতি তুঙ্গে। কারও ভরসা থিম, তো কারও ঐহিত্য সাবেকিআনায়।
এক নজরে দেখে নেওয়া যাক এ বছর পুজোর সূচি। কবে থেকে পুজো শুরু। কবে বোধন। কখন সন্ধিপুজো। কখন বিসর্জন।
এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, আশ্বিণ। মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার ।
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার । মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে হয় সন্ধিপুজো। এবার সন্ধিপুজোর সময়, সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার। বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -