Durga Puja 2023: রাত বাড়তেই পুজো প্যান্ডেলগুলিতে উপচে পড়া ভিড়, রাজপথে সেলেব থেকে সাধারণ

Durga Puja 2023: ভরা দুর্গাপুজোয় চতুর্থীতে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর, অংশ নিল সেলেব থেকে সাধারণ। 

মধ্যরাতেও পুজো প্যান্ডেলগুলিতে উপচে পড়া ভিড়, রাজপথে সেলেব থেকে সাধারণ

1/10
রা দুর্গাপুজোয় (Durga Puja 2023) কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্যান্ডেলে প্যান্ডেলে দর্শকদের ভিড়। চতুর্থীতে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর।
2/10
সুকুমার রায়ের অমর সৃষ্টি আবোল তাবোলের একশো বছর। বিভিন্ন চরিত্র দিয়ে সাজিয়ে তোলা মণ্ডপ। সাহিত্য প্রয়োগে এবার সেরার সম্মান ছিনিয়ে নিল হাতিবাগান নবীন পল্লি। এবার এই পুজো পড়ল ৯০ বছরে।
3/10
উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের পুজোয় এবার মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ছে আলোকসজ্জা ও দেবীপ্রতিমা।
4/10
দেখতে দেখতে ৭৪ বছরে পা দিল কসবা বোসপকুরের পুজো। বরাবরের মতোই এবারও সেখানে থিমের পুজো। আনুষ্ঠানিকভাবে থিমের নাম দেওয়া হয়েছে আয়োজন।
5/10
থিম--মা তোর একই অঙ্গে একই রূপ। মণ্ডপে বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্প। এভাবেই সেজে উঠেছে সুরুচি সঙ্ঘের পুজো। এবার এই পুজো পড়ল ৭০ বছরে।
6/10
সুরুচি সংঘে ঢাক বাজালেন 'দশম অবতার'-র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্যরা।ঢাকের তালে তালে পা মেলালেন জয়া এহসান।
7/10
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, মনে হয় প্রতিবছরই এখানে আসি। এই পুজোতে আসাটা ভাল লাগে। এই পুজোতে থিমটা খুবই সুন্দর। পুরো গ্রাম বাংলা উঠে এসেছে। আমরা যা যা পাই গ্রাম বাংলায় তা দিয়েই একটা অদ্ভুত ডেকরেশন ..।'
8/10
এবিপি আনন্দ শারদ সম্মান পেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সমারোহে সেরার স্বীকৃতি পেল এই পুজো।  প্রান্তজনের আত্মকথন। টুসু পরবকে উপলক্ষ্য করে থিম। এবার তেলেঙ্গাবাগানের পুজো পড়ল ৯৮তম বছরে।
9/10
নাকতলা উদয় সঙ্ঘের এবারের থিম হৃদয়পুর। দেশভাগ হওয়ার পরে যেভাবে কলোনি ধাপে ধাপে পাড়া হয়েছে, সেই স্মৃতি রোমন্থন করে তৈরি হয়েছে মণ্ডপ। নাকতলা উদয় সঙ্ঘের পুজো এবার পড়ল ৩৯ বছরে।  
10/10
প্রান্তজনের আত্মকথন। টুসু পরবকে উপলক্ষ্য করে থিম। এবার তেলেঙ্গাবাগানের পুজো পড়ল ৯৮তম বছরে। 
Sponsored Links by Taboola