Durga Puja 2023: রাত বাড়তেই কলেজ স্কোয়ারে কাতারে কাতারে দর্শক, রইল সেরা ১০
College Square Durga Puja: নির্মাণকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কলেজ স্কোয়ারের পুজো
রাত বাড়তেই কলেজ স্কোয়ারে কাতারে কাতারে দর্শক, রইল সেরা ১০
1/10
উত্তর কলকাতার অন্যতম দুর্গাপুজো (Durga Pujo 2023) হল কলেজ স্কোয়ার।
2/10
কলেজ স্কোয়ারের পুজো মানেই আলোর রোশনাই। সাবেকি প্রতিমা, বিশাল ঝাড়বাতি এবং বিশা এবছর ৭৬তম বছরে পড়ল এখানকার দুর্গাপুজো। মাইশোরের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
3/10
নির্মাণকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কলেজ স্কোয়ারের পুজো।
4/10
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷
5/10
গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷
6/10
সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোৎসবের আবহ৷
7/10
উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷
8/10
নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর।
9/10
থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।
10/10
তবে পুজোয় কড়া নিরাপত্তা শহরের প্রতিটি রাস্তায়, সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে কলকাতা পুলিশ
Published at : 20 Oct 2023 10:43 PM (IST)