Durga Puja 2023: রাত বাড়তেই কলেজ স্কোয়ারে কাতারে কাতারে দর্শক, রইল সেরা ১০
উত্তর কলকাতার অন্যতম দুর্গাপুজো (Durga Pujo 2023) হল কলেজ স্কোয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলেজ স্কোয়ারের পুজো মানেই আলোর রোশনাই। সাবেকি প্রতিমা, বিশাল ঝাড়বাতি এবং বিশা এবছর ৭৬তম বছরে পড়ল এখানকার দুর্গাপুজো। মাইশোরের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
নির্মাণকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কলেজ স্কোয়ারের পুজো।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷
গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷
সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোৎসবের আবহ৷
উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷
নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর।
থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।
তবে পুজোয় কড়া নিরাপত্তা শহরের প্রতিটি রাস্তায়, সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে কলকাতা পুলিশ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -