Durga Puja 2023: একদিনেই চারদিনের পুজোর আয়োজন, দুই সখীকে নিয়ে মর্ত্যে পাড়ি মা দুর্গার
West Burdwan News: চার দিন নয়, পশ্চিম বর্ধমানের এই গ্রামে এক দিনেই হয় মা দুর্গার আরাধনা।
ফাইল ছবি
1/10
মহালয়ায় পুজো শুরু, মহালয়ার দিনই পুজো শেষ। পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামে আজও চারদিনের পুজো হয় একদিনে।
2/10
রাজ্যে দুর্গোৎসবের মেয়াদ সামনে-পিছনে বাড়তে বাড়তে এখন প্রায় দু'সপ্তাহে গিয়ে ঠেকেছে।
3/10
শারদোৎসবের এই টেস্ট ম্য়াচ মেজাজের মধ্যেও ব্যতিক্রম পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামের এই পুজো।
4/10
যেখানে বছরের পর বছর এক এবং একমাত্র ফরম্যাট হল ওয়ানডে।চারদিনের পুজো এখানে বরাবরই একদিনের।
5/10
মহালয়ার দিন ঘট প্রতিষ্ঠা,সেদিনই পুজো।সেদিনই ঘট বিসর্জন।
6/10
স্থানীয় জনশ্রুতি, তেজানন্দ ব্রহ্মচারী নামের এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন।
7/10
১৯৭৮ সাল থেকে একদিনের দুর্গাপুজো হয়ে আসছে হীরাপুরের ধেনুয়া গ্রামে।
8/10
কালীকৃষ্ণ যোগাশ্রমের কেদারনাথ মন্দিরে মহালয়ার দিনই হয়ে গেল সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো।
9/10
দেবী প্রতিমার মধ্যেও রয়েছে বৈচিত্র্য। কুমারী রূপে পুজো করা হয় দেবী দুর্গাকে।
10/10
একচালার প্রতিমায় মা দুর্গার সঙ্গী বলতে এখানে তাঁর দুই সখী জয়া ও বিজয়া। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ --- বাকিরা কেউ নেই। মহালয়ার দিন ঘট বিসর্জন হলেও, প্রতিমা নিরঞ্জন হয় বিজয়া দশমীর দিন। (ছবি ও তথ্য- কৌশিক গাঁতাইত)
Published at : 15 Oct 2023 07:51 AM (IST)