Durga Puja 2024: পদ্ম-জবায় ঢাকল প্রাঙ্গণ, জন্মাষ্টমীতে দেবী দুর্গার কাঠামো পুজো বেলুড় মঠে

Durga Puja 2024 Belur Math Kathamo Puja : জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই সাঙ্গ হল কাঠামো পুজো বেলুড় মঠে ।

ছবি সৌজন্যে বেলুড় মঠ ফেসবুক পেজ

1/10
জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই সাঙ্গ হল কাঠামো পুজো বেলুড় মঠে ।
2/10
চিরাচরিত প্রথা মেনে এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দেওয়া হল।
3/10
স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গণে।
4/10
নিয়ম মত এদিন ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজো শুরু হয়।
5/10
মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেন।
6/10
কাঠামো পুজোর সময় মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়।
7/10
বলা যেতে পারে চলতি বছরের দেবী দুর্গার আবাহন পর্ব শুরু হল বেলুড় মঠে।
8/10
অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে  শ্রীকৃষ্ণের পুজো করা হয়। 
9/10
চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়। 
10/10
সবমিলিয়ে ঢাকে পড়ল কাঠি, এখন শুধুই দিন গোনার অপেক্ষায় ভক্তেরা, উমা মা আসছেন।
Sponsored Links by Taboola