Durga Puja 2024: পদ্ম-জবায় ঢাকল প্রাঙ্গণ, জন্মাষ্টমীতে দেবী দুর্গার কাঠামো পুজো বেলুড় মঠে
জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই সাঙ্গ হল কাঠামো পুজো বেলুড় মঠে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিরাচরিত প্রথা মেনে এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দেওয়া হল।
স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গণে।
নিয়ম মত এদিন ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজো শুরু হয়।
মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেন।
কাঠামো পুজোর সময় মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়।
বলা যেতে পারে চলতি বছরের দেবী দুর্গার আবাহন পর্ব শুরু হল বেলুড় মঠে।
অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়।
চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়।
সবমিলিয়ে ঢাকে পড়ল কাঠি, এখন শুধুই দিন গোনার অপেক্ষায় ভক্তেরা, উমা মা আসছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -