Durga Puja 2024: কুমারী পুজোর মাধ্য়মে দেবীর আরাধনা, অষ্টমীতে দিকে দিকে ভক্তদের ঢল

Kumari Puja: অষ্টমীর সকালে মাতৃ আরাধনায় মেতে উঠল শহর থেকে জেলা। তিথি মেনে করা হল কুমারী পুজো।

ফাইল ছবি

1/9
ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য।
2/9
১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবারের কুমারী ৫ বছরের সানভি মুখোপাধ্যায়। উমা রূপে পুজো করা হল বেলুড় বাজারের বাসিন্দা ছোট্ট সানভিকে। কুমারী পুজো দেখতে বেলুড় মঠে ভিড় হয়।
3/9
অষ্টমীর সকালে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠেও কুমারী পুজো হয়। একদিকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুজো। আরেক দিকে রীতি মেনে চলছে দুর্গাপুজো। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজো শুরু হয়।
4/9
কামারপুকুর মঠে এদিনের মূল আকর্ষণ কুমারী পুজো। গোঘাটের বাসিন্দা ৫ বছর ১১ মাসের অর্চিস্মিতা বন্দ্যোপাধ্যায়কে এবার উমা রূপে পুজো করা হয়।
5/9
বাঁকুড়ার জয়রামবাটি শ্রী সারদা মায়ের জন্মভিটে। মহাষ্টমীতে তিথি মেনে জয়রামবাটি মাতৃ মন্দিরে শুরু হয় কুমারী পুজো।
6/9
শতবর্ষের এই পুজোয় এবার কুমারী রূপে পুজো করা হয় জয়রামবাটির বাসিন্দা ৫ বছর ৩ মাসের আরাধ্যা রায়কে। আরাধ্যাকে কোলে করে মণ্ডপে নিয়ে আসেন মহারাজরা। চিন্ময়ী রূপে দেবীজ্ঞানে আরাধনা করা হয়।
7/9
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের দুর্গাপুজো ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস। কথিত আছে, বর্ধমানের মহারাজা ১৭০২ সালে কষ্টি পাথরের অষ্টদশভূজা সিংহবাহিনী মূর্তি সংগ্রহ করে প্রতিষ্ঠা করেন এখানে। পরে মন্দির তৈরি করেন রাজা মহতাব চাঁদ। এদিন এখানেও হয় কুমারী পুজো।
8/9
চারবছর বন্ধ থাকার পর, এবার ধুমধাম করে কুমারী পুজো হচ্ছে ত্রিপুরার আগরতলায় রামকৃষ্ণ মঠ ও মিশনে। মহাষ্টমীর সকালে কুমারী পুজো দেখতে বহু মানুষ ভিড় করেছেন।
9/9
এ বছর আগরতলার বাসিন্দা ৬ বছরের অবন্তিকা চক্রবর্তীকে উমা রূপে পুজো করা হচ্ছে। করোনাকালে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত এখানে কুমারী পুজো বন্ধ ছিল।
Sponsored Links by Taboola