Durga Puja 2024 : নবমীতে বেলুড় মঠে ভোর থেকেই শুরু বিশেষ পূজার্চনা, বিতরণ করা হবে খিচুড়ি ভোগ
নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি।
এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা।
আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা।
তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো।
শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো।
ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে।
সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।
এদিকে, পুজোর বাকি আর মাত্র কিছুটা সময়। শেষ পরিষ্কার থাকবে আকাশ। এভাবেই কাটবে বিসর্জন পর্ব।
জেলায় জেলায় কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে, আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -