Durga Puja Weather: আজই ঘনাচ্ছে নিম্নচাপ, দুর্যোগ কাটবে কি পুজোর আগে? ষষ্ঠী থেকে দশমী, কবে কেমন আবহাওয়া?
পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার থেকে কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর মুখে ঘাটাল-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। উত্তরেও ভয় ধরাচ্ছে তিস্তা। তার মধ্যেই ফের নিম্নচাপের চোখরাঙানি। যার জেরে রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে রাজ্য।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারই নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে শুক্রবার কলকাতা-সহ সব জেলাতেই কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
তার পরের দিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম,পূর্ব বর্ধমান,হুগলি ও দুই ২৪ পরগনায়
তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই দুর্যোগ সঙ্কেতের মধ্যেই পুজোর আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দফতর। আশার কথা, এখনও অবধি পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়ছে, পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও, বৃষ্টি হবে না
- - - - - - - - - Advertisement - - - - - - - - -