Durga Puja 2025 : বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়, নিখুঁত শিল্পে আটকাবে চোখ
বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের এই প্রতিমা তৈরি করেছেন।
বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়
1/7
পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। রবিবার বর্ধমান থেকে কানাডার অন্টারিও-র উদ্দেশ্যে পাড়ি দিল বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরী দুর্গা প্রতিমা।
2/7
বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের এই প্রতিমা তৈরি করেছেন।
3/7
৪-৬ মিলিমিটার পুরু, ফাইবার গ্লাসের তৈরি দুর্গাপ্রতিমা, ৩০ ইঞ্চি চওড়া এবং ২০ ইঞ্চি লম্বা। শিল্পী সিদ্ধার্থ পাল জানিয়েছেন, নদিয়ার শান্তিপুরে তাঁর এক আত্মীয় কানাডায় পোষাক রফতানি করেন। সেই সূত্রেই অর্ডার পাওয়া।
4/7
২০-২৫ দিন লেগেছে কাজ শেষ করতে। অন্য কাজ বন্ধ করে এই কাজটা শেষ করেছেন নাওয়া-খাওয়া ভুলে । মাটির মূর্তি করে সেটা প্ল্যাস্টার প্যারিসে ছাঁচ বা ডাইস করে তারপর ফাইবার গ্লাস ঢেলে মূর্তি করা হয়।
5/7
রবিবারই মূর্তিটি প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে কানাডার উদ্দেশে পাঠানো হয়। কানাডায় পৌঁছাতে প্রায় ১০ দিন সময় লাগবে।
6/7
সিদ্ধার্থ পাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় কাজ করেছেন। কিন্তু বিদেশে দুর্গা প্রতিমা পাঠানো তাঁর এই প্রথম। তিনি জানিয়েছেন, ৫-৬ বছর আগে নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং ১৫ বছর আগে আমেরিকায় শিব পাঠিয়েছিলেন।
7/7
এ বছর মহালয়া ২১শে সেপ্টেম্বর (রবিবার)। পঞ্চমী ২৭শে সেপ্টেম্বর , দশমী পালিত হবে ২রা অক্টোবর (বৃহস্পতিবার)।
Published at : 27 Aug 2025 04:42 PM (IST)