Kumari Puja 2025: ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু, বেলুড় মঠ-সহ আজ মহাঅষ্টমীতে একাধিক জায়গায় কুমারী পুজোর আয়োজন
Belur Math Kumari Puja: আজ মহাঅষ্টমী, রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন কর হল কুমারী পুজো। তবে শুধু এরাজ্যেই নয়, ভিনরাজ্যেও দেখা গেল কুমারী পুজো আয়োজন।
Continues below advertisement
ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু, বেলুড় মঠ-সহ আজ মহাঅষ্টমীতে একাধিক জায়গায় কুমারী পুজোর আয়োজন
Continues below advertisement
1/10
আজ মহাঅষ্টমী, রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন করা হল কুমারী পুজো। তবে শুধু এরাজ্যেই নয়, ভিনরাজ্যেও দেখা গেল কুমারী পুজো আয়োজন।
2/10
ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয় অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি।
3/10
দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়।
4/10
৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য। ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।
5/10
সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে ভিড়। এবারের কুমারী ৫ বছর ২ মাস বয়সি শ্রীনিকা মুখোপাধ্যায়।
Continues below advertisement
6/10
উমা রূপে পূজিতা বেলুড়ের ছোট্ট শ্রীনিকা। এরপর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড় মঠে সন্ধিপুজো শুরু বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে।
7/10
সন্ধিপুজো চলবে সন্ধে ৬টা ৩১ মিনিট পর্যন্ত। বেলুড় মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য আজও দুপুরে ভোগ বিতরণ করা হবে।
8/10
সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোর ৩ দিন সারা দিন বেলুড় মঠে সাধারণের অবারিত দ্বার।
9/10
বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও ধুমধাম করে হয় দুর্গাপুজো। আগরতলার রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়েছে।
10/10
এবারের কুমারী স্বর্ণমিতা চক্রবর্তী। কুমারী মালিনী নামে পূজিতা ৭ বছরের স্বর্ণমিতা।
Published at : 30 Sep 2025 08:52 PM (IST)