Durga Puja 2025: বিদায় উমা, মাকে বরণ আর সিঁদুরখেলায় মাতলেন ভিনরাজ্যের বাঙালিরাও

Durga Puja 2025 Sindoor Khela : মায়ের বরণ শেষে সিঁদুর খেলায় মেতে ওঠার পাশাপাশি চলছে ফোটো সেশনও

Continues below advertisement

বিদায় উমা, মাকে বরণ আর সিঁদুরখেলায় মাতলেন ভিনরাজ্যের বাঙালিরাও

Continues below advertisement
1/10
আজ বিদায়ের বিজয়া দশমী,গোলাপী শহর জয়পুরে বিজয়ায় মাতল বাঙালি। শুরু হল সিঁদুর খেলা, মিষ্টিমুখ এবং সঙ্গে কোলাকুলি।
2/10
বিজয়া দশমীতে মেতে উঠেছে প্রয়াগরাজও। বছরের এই বিশেষ সময় সেজে উঠেছে এখানের মায়েরা-গৃহবধূরাও।
3/10
দশমীর দিন সিঁদুর খেলায় মেতে উঠল পাটনা, সিঁদুর খেলায় অংশ নিলেন সকলেই, আবার একটা গোটা বছরের অপেক্ষা আবার।
4/10
নিউদিল্লিতে সিঁদুর খেলার পাশাপাশি চলছে ধুনুচি নাচ, অবিবাহিত থেকে বিবাহিতরা উপভোগ করছে আজকের এই বিশেষ দিনটা।
5/10
মুম্বইয়ে আনন্দ, উৎসব, উদযাপন শেষে বিষাদের সুর। হই, হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিংয়ের পর মনের কোনে এক চিলতে বিষণ্ণতার ছবি ।
Continues below advertisement
6/10
দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন। বাংলা গানের ছন্দে মেতেছেন দেশের রাজধানী শহরের কন্যারা।
7/10
রাজস্তানে ঝুমকো কান দুল পরে সিঁদুরখেলায় মেতেছেন জয়পুরের গৃহবধূরা।
8/10
হায়দ্রাবাদে তখন উমা মাকে বরণ করে নেওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। যেনও আলোর চেয়েও দ্রুত বেগ, দেখতে দেখতে পুজোর চারটে দিন পার। এবার উমার কৈলাসে ফেরার পালা।
9/10
মায়ের বরণ শেষে সিঁদুর খেলায় মেতে ওঠার পাশাপাশি চলছে ফোটো সেশনও প্রয়াগরাজে, প্রত্যেকেই সেলফি তুলতেও ব্যস্ত।
10/10
গোলাপি শহর জয়পুর আজ সিঁদুর খেলায় উঠেছে রাঙা হয়ে। পানপাতায় বরণ করে, হাসিমুখে বিদায় জানাচ্ছেন সকলে প্রাণ-প্রিয় উমাকে।
Sponsored Links by Taboola