ABP Ananda Sharad Samman : ঠাকুর দেখতে যাওয়ার আগেই জেনে নিন, এবিপি আনন্দ শারদ সম্মান পেল কোন কোন পুজো ?
উৎস সন্ধানে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল বালিগঞ্জ ২১ পল্লি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিন ধরে বাংলার ঘরে ঘরে শাঁখের যে ব্যবহার চলে আসছে তাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোর মণ্ডপসজ্জায়।
নির্মাণ শৈলীতে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন। এবার তাঁদের থিম অনুভব।
তাঁদের এবারের থিম স্বপ্ন। মণ্ডপসজ্জা থেকে আলো, সবেতেই আছে স্বপ্নিল ছোঁয়া ।
মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নানান ধরণের নির্মাণশৈলী। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা।
শিল্প প্রয়োগে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল পূর্বাচল শক্তি সংঘ। বাংলার কাঠ খোদাই শিল্পকে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে।
মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা।
স্থাপত্যে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ার। তাঁদের এবারের থিম রামমন্দির।
তবে মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও, অন্যান্য বছরের মতো এবছরেও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -