Durga Puja 2023: বাংলা-অসম থেকে গুরগাঁও! সারা দেশে দুর্গাপুজোর ধুম, পাটনার মন্ডপে হাজির লালু
পঞ্চমী থেকেই জনজোয়ার বাংলায়। দুর্গাপুজো উপলক্ষে মাতোয়ারা সব বাঙালি। নদিয়া মহাসপ্তমীর পুজোর ফাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় চতুর্থী থেকেই জনজোয়ার মন্ডপে। সপ্তমীর রাতেই প্রবল ভিড়। অষ্টমীতেও সকাল থেকে অঞ্জলির প্রস্তুতি।
শুধু বাংলা নয়, দেশের নানা রাজ্যে হচ্ছে দুর্গা আরাধনা। গুরগাঁওতে দুর্গাপুজোর এক ফাঁকে।
শুধু বাংলা নয়, অসমেও হচ্ছে থিমের পুজো। গুয়াহাটির একটি মন্ডপে থিমে সেজেছে দুর্গামন্ডপ।
অসমের শোনিতপুর জেলার তেজপুরে দুর্গাপুজোর মন্ডপে ধুনুচি নাচ।
ছত্তীসগঢ়েও দুর্গাপুজোয় মেতেছেন সকলে। জগদলপুরে দুর্গাপুজোর মন্ডপে ভিড় দর্শনার্থীদের।
রামমন্দিরে অনুকরণে কলকাতা মন্ডপ হয়েছে। অসমে রামমন্দির এবং ভগবান রামের অনুকরণে হয়েছে আলোকসজ্জা।
পাটনায় দুর্গাপুজোর ধুম। একটি পুজো মন্ডপে দেবীদর্শন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবে। পুজো মন্ডপে হাজির নীতিশও।
হরিয়ানার গুরুগাঁওয়ে ধুনুচি হাতে দেবী আরাধনা এক ভক্তের।
ওড়িশাতেও দেবী দুর্গার আরাধনা। সেজেছে মন্ডপ, সপ্তমী থেকেই ঠাকুর দেখার ভিড় সেখানেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -