Durga Puja Sindur Khela : বিদায়বেলায় পানপাতায় দেবীবরণ, সিঁদুর খেলায় মিলে গেলেন সাধারণ থেকে সেলিব্রিটি, দেখুন নজরকাড়া ছবি
পুজোর শেষ বেলা। শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। এদিন দেবীবরণের পর সিঁদুর খেলায় মাতেন সব মহিলারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিঁদুর খেলায় সাধারণের সঙ্গে মিলে যান সেলিব্রিটিরাও। কলকাতার আরবানা আবাসনে ধরা পড়ল তেমনই ছবি। মা-কে বরণ করে সিঁদুর খেললেন অভিনেত্রী শুভশ্রী। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী।
সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
কলকাতার পুজোয় সিঁদুর খেলায় সাধারণের সঙ্গে মিশে সিঁদুর খেললেন তৃণমূল নেত্রী শশী পাঁজাও। এদিন তিনি আর পাঁচজনের মতোই সাধারণ।
তবে সিঁদুরখেলা শুধু বিবাহিতদের মধ্যে আবদ্ধ নেই। সিঁদুর খেলায় অংশ নেন ছোট থেকে বড় সব মেয়েরা। আবির ও সিঁদুর রঙে রাঙেন পুরুষরাও।
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের জন্যই দেবীর আরাধনা। আর সেই ক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হয় সিঁদুরকে। সেই সঙ্গে সিঁদুর খেলার মাধ্যমে মেয়েরা একে অপরের শুভ কামনা করেন।
এদিন সিঁদুর খেলায় মাতেন অভিনেত্রী, রাজনীতিক সায়নী ঘোষও। লালের সাজে সায়নী নজর কাড়েন আলাদা ভাবে।
মহাদশমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মাকে বরণ করার নিয়ম। বিবাহিত মহিলারা পায়ে আলতা পরে ও সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করেন।
আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। দশমীতে মা-কে আদরে-সোহাগে বলা, আবার এসো মা...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -