Durga Puja Special : লাভপুরের শীতল গ্রামে অভিনব বাজিগর সম্প্রদায়ের পুজো, লাগে না কোনও পুরোহিত
বীরভূমের লাভপুরের শীতল গ্রামের এ এক অন্য পুজো। আর এ পুজোতে লাগেনা কোন পুরোহিত। নিজেরাই করেন মা দুর্গার পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারাবছর নিজেরা রং মেখে সেজে অন্যদের আনন্দ দিয়ে থাকেন। কিন্তু পুজো কয়েকদিন তারা সাজান মা কে।
বীরভূমের লাভপুরের শীতল গ্রামের বাজিগর সম্প্রদায়ের পুজো এটি
১৫০ বছর আগে সুদূর ওড়িশা থেকে শীতল গ্রামে বাজিগরদের নিয়ে এসেছিলেন জমিদাররা।
পরিবারের লোকেদের আনন্দ প্রদান করার জন্য ছিল এই ব্যবস্থা। আর তারপর থেকেই ধীরে ধীরে এখানে বসবাস শুরু করেন বাজিগর সম্প্রদায়ের মানুষজনেরা।
বর্তমানে এই গ্রামে বাজিগর সম্প্রদায়ের প্রায় ৫০ টি পরিবারের বসবাস।
জমিদার পরিবারের সদস্যদের তখন বাঁশের উপর উঠে খেলা দেখানো, হাবু গান করা ও বহুরূপী সেজে সং দেখানো ছিল তাদের মূল কাজ।
বর্তমানে গ্রামে জমিদার নেই। পুজো করেন বাজিগররা।
এখানে সিংহের পরিবর্তে থাকে নরসিংহ।
অষ্টমী পূজোর দিন মায়ের সামনে রেখে দেওয়া হয় সিঁদুর, আর সেই সিঁদদুরের ওপরই নাকি দেখা যায় মায়ের পদচিহ্ন। তারপরই হয় মহাষ্টমী পুজো ও বলিদান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -