Durga Puja Weather : নবমী-দশমীতে জমতে পারে মেঘ ? কেমন কাটবে ষষ্ঠী থেকে অষ্টমী ?
পুজো মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা। কাশের বনে দোলা। কখনও ঝলমলে রোদ , কখনও ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি হ.নি, এমন পুজো বাঙালি দেখেনি বহুদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহুদিন পর এবার বৃ্ষ্টিহীন পুজোর আনন্দ পেতে পারে রাজ্যবাসী। যদিও নবমী ও দশমীতে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও।
পুজোর আগে কেনাকাটি যাদের বাকি, তাদের জন্য সুখবর। ষষ্ঠী পর্যন্ত শুকনো আবহাওয়া। রোদ ঝলমলে পরিবেশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
সপ্তমী ও অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশই থাকবে। বলতে গেলে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
২৩ অক্টোবর নবমী থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত, কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেই, ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
দু-এক জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
১৩ই অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তাই পুজো এবার কাটবে অনেকটাই নিশ্চিন্তে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস ধীরে ধীরে প্রভাব বিস্তার করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -