Subho Bijoya: 'আবার এসো মা', আনন্দে উচ্ছ্বাসে বিষণ্ণতার সুর, কৈলাসে পাড়ি দিলেন উমা
বিচ্ছেদের বিজয়া৷ সকাল থেকেই বিসর্জনের বাজনা৷ ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিলেন উমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ মা-কে বিদায় জানানোর পালা।
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷
শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷
দশমীতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা দুর্গার৷
পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নেন সকলেই।
প্রাণের উত্সবে কাছাকাছি দুই বাংলা। বিজয়া দশমীতে মিলনোত্সবের সাক্ষী ইছামতী। এপারে টাকি, ওপারে সাতক্ষীরা।মাঝখানে ইছামতী। এদিন আন্তর্জাতিক জলসীমার নিয়ম মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর এপার-ওপার বিজয়ার শুভেচ্ছা বিনিময়।
দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷ এরপর বাহকের কাঁধে চেপে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে।
ঢাকে বেজে চলেছে একটাই সুর- আসছে বছর আবার হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -