Subho Bijoya: "আবার এসো মা", আনন্দে উচ্ছ্বাসে বিষণ্ণতার সুর, কৈলাসে পাড়ি দিলেন উমা

বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা

1/9
বিচ্ছেদের বিজয়া৷ সকাল থেকেই বিসর্জনের বাজনা৷ ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিলেন উমা।
2/9
আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ মা-কে বিদায় জানানোর পালা।
3/9
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷
4/9
শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷
5/9
দশমীতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা দুর্গার৷
6/9
পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নেন সকলেই।
7/9
প্রাণের উত্সবে কাছাকাছি দুই বাংলা। বিজয়া দশমীতে মিলনোত্সবের সাক্ষী ইছামতী। এপারে টাকি, ওপারে সাতক্ষীরা।মাঝখানে ইছামতী। এদিন আন্তর্জাতিক জলসীমার নিয়ম মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর এপার-ওপার বিজয়ার শুভেচ্ছা বিনিময়।
8/9
দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷ এরপর বাহকের কাঁধে চেপে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে।
9/9
ঢাকে বেজে চলেছে একটাই সুর- "আসছে বছর আবার হবে।"
Sponsored Links by Taboola