Durga Pujo: সাদা খড়ির আলপনা, সাবেকি প্রতিমা; রজত জয়ন্তী বর্ষে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের পুজোয়
এবছর ২৫ বছরে পা দিল, ব্যারাকপুরের, বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
রজত জয়ন্তী বর্ষে, মণ্ডপে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া
1/8
রাজ্যজুড়ে উত্সবের আবহ। পুজোর মুডে ভাসছে তিলোত্তমা। এবছর ২৫ বছরে পা দিল, ব্যারাকপুরের, বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো।
2/8
রজত জয়ন্তী বর্ষে, মণ্ডপে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া।
3/8
লালচে আভা, সাদা খড়ির আলপনায় সেজে উঠেছে মণ্ডপ। সাবেকি প্রতিমা। পুজোর কটা দিন, এই মণ্ডপই, গোটা পাড়ার মিলনক্ষেত্র।
4/8
কাশফুলের আবহও রাখা হয়েছে মন্ডপে। দুর্গাপুজোর বিশেষ আবেশই হল এই কাশফুল। শরতের এই আমেজই ধরা দিয়েছে
5/8
রজত জয়ন্তী বর্ষকে সাজিয়ে তুলতে আয়োজন করা হয়েছে বিশেষ আলোকসজ্জারও। লাইটিংয়ে সেজে উঠেছে পুজো।
6/8
মন্ডপের মধ্যে রয়েছে একেবারে অন্য রকমের আলোকসজ্জা।
7/8
প্রতিমার রূপ এখানে সাবেকি। একচালচিত্রে সমগ্র পরিবার নিয়ে তিনি এই মন্ডপে বিরাজমান।
8/8
এই পুজোকে কেন্দ্র করে পাড়ার সকলের মধ্যেও উত্তেজনা, আনন্দ তুঙ্গে।
Published at : 03 Oct 2022 12:56 PM (IST)