Weather Forecast: মুহূর্তে আবহাওয়ার বদল, ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টিতে ভাসবে পুজোর এই দিনগুলি!
মহালয়া থেকে বৃষ্টি কমলেও অষ্টমীতে বাড়বে বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
1/8
পুজোয় অসুর বৃষ্টি? তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল মহালয়া। বিকেল বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।
2/8
৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে চতুর্থী থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯ জেলায়।
3/8
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উপকূলের ৩টি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
4/8
আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
5/8
পুজোর মুখেই নিম্নচাপ! দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশংকা থাকবে। এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয়। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।
6/8
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার। উপকূলের তিন জেলায়। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ।
7/8
বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে।
8/8
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে থাকবে।
Published at : 20 Sep 2025 03:56 PM (IST)