DYFI: ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন, তুঙ্গে প্রস্তুতি, শনিবার শুরু মঞ্চ বাঁধার কাজ
৭ জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড ভরাতে সিপিএমের যুব সংগঠনের তৎপরতা তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার থেকে মঞ্চ বাঁধা এবং যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হবে। এদিন সকালে DYFI নেতৃত্ব সহ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘুরে দেখেন ব্রিগেড চত্বর।
রবিবার DYFI-এর কার্যত 'উল্টো ব্রিগেড'। উল্টো কারণ, প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ। কিন্তু, এবার মঞ্চ তৈরি হবে উল্টো দিকে।
২০০৮-এর, প্রায় ১৫ বছর পর এবার ফের ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI।
একদিকে শিক্ষা ও কাজের দাবি, অন্যদিকে, দুর্নীতির প্রতিবাদে বাংলা জুড়ে, ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে। এবার, ৭ই জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড।
প্রশ্ন উঠছে, ২০১১-র পর থেকে বামেদের ক্রমাগত শক্তি-হ্রাসের যে প্রবণতা তৈরি হয়েছে, DYFI-এর ব্রিগেডে কি তাতে উল্টো-স্রোত দেখা দেবে? মীনাক্ষীদের ব্রিগেড থেকে লোকসভা ভোটে কি দাগ কাটতে পারবে সিপিএম?
দু-দিনের জন্য ব্রিগেডের অনুমতি পাওয়া গেছে। শনিবার থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ। আর, ওই দিন থেকেই কর্মীরাও আসতে শুরু করবেন।
উপস্থিত থাকবেন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমরা। তবে, DYFI-এর স্টার বক্তা, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -