East Bengal vs Mohun Bagan: ন্যায় বিচারের দাবিতে কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের মানববন্ধন
ফের রাজপথে দুই প্রধানের সমর্থকেরা। আবারও একযোগে আর জি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবি তুললেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকেরায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ আইএসএলে কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচের আগেই মানববন্ধন।
উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধন গড়েছেন সমর্থকেরা।
সমর্থকদের একটাই দাবি বিচার চাই। যে বিচার আর জি কর কাণ্ডের পর দুই মাস ১০ দিন পেরিয়ে গেলেও অধরা।
কয়েক মুহূর্তের জন্য প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উঠল বিচারের দাবি।
তিলোত্তমার বিচারে দাবিতে স্লোগান উঠল, 'বাঙাল-ঘটির একটাই স্বর, জাস্টি ফর আর জি কর'।
বিচার চেয়েই পথে আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সমর্থকেরা। তবে শুধু সমর্থকেরা নন।
শ্যামবাজার, কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছবে এই মিছিল।
সমর্থকেরা জানান তাঁরা আজকের ম্যাচ দেখতে তাঁরা মাঠে ঢুকবেন। কিন্তু তার আগে এই মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদও জানাবেন।
এর পরেই তাঁরা খেলা দেখতে যাবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে।
অপরদিকে জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে শুরু হয়েছে 'ন্যায় বিচার' যাত্রা। অভয়ার বাবা, মার উপস্থিতিতে শুরু হয় এই মিছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -