East West Metro: দুই শহরকে জুড়ে দিল মেট্রো, শুরু ট্রায়াল রান
Kolkata News: শুরু হল ট্রায়াল রান, এবছরই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো?
ফাইল ছবি
1/10
গঙ্গার নিচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান। চলবে প্রায় ৭ মাস।
2/10
চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা।
3/10
একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের।
4/10
গত ১২ তারিখ হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।বৃহস্পতিবার থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান।
5/10
প্রথমে গতি দেখা হবে। তারপর বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে।
6/10
এদিন বেলা ১২টা নাগাদ একটি রেক হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যায়। পরে ফিরে আসে সেটি।
7/10
এসপ্ল্য়ানেড থেকে হাওড়া ময়দানের দূরত্ব ৪.৮ কিলোমিটার। দুই প্রান্তিক স্টেশনের মধ্যে রয়েছে ২টি স্টেশন মহাকরণ ও হাওড়া স্টেশন।
8/10
হাওড়া স্টেশনই ভারতের গভীরতম রেল স্টেশন। গঙ্গা নদীর নিচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার রেলপথ। মেট্রোয় ওই পথ পেরোতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।
9/10
মেট্রো কর্তারা জানিয়েছেন, আগামী ৭ মাস ট্রায়াল রান চলবে। ট্রায়াল রাল সফল হলে মিলবে সেফটি সার্টিফিকেট।
10/10
সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা।
Published at : 20 Apr 2023 06:56 PM (IST)