East West Metro: মেট্রোর কাজের জের, এবার বউবাজারের বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ

Bowbazar House Evacuation: মেট্রোরেল সূত্রে খবর, আপাতত ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হলেও, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। 

ফাইল ছবি

1/10
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য় বউবাজারের দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ি খালি করতে বাসিন্দাদের নোটিস দেওয়া হল। (ফাইল ছবি)
2/10
দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভুগছেন বাড়িগুলির বাসিন্দারা। (ফাইল ছবি)
3/10
নিজেদের ভিটেমাটি ছেড়ে, হোটেলে আশ্রয়।মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের। (ফাইল ছবি)
4/10
সেই অনিশ্চয়তাই কি আবার ফিরতে চলেছে? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ বা egress shaft তৈরি হবে বউবাজারে। (ফাইল ছবি)
5/10
সেই কাজের জন্য ৬-এ দুর্গা পিতুরি লেন এবং ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিস দিয়েছে মেট্রোরেল। (ফাইল ছবি)
6/10
সকালে নোটিস সাঁটিয়ে প্রথমে মঙ্গলবারই বাড়ি খালি করতে বলা হয়। পরে মেট্রোরেলের তরফে বাসিন্দাদের জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে মেশিন কাজ করছে না। (ফাইল ছবি)
7/10
সেই কারণে দু-একদিন বাদে বাড়ি খালি করতে পারেন বাসিন্দারা। কাজ শেষ হলে ১৯ জুন তাঁদের বাড়িতে ফেরানো হবে বলে জানানো হয়েছে। (ফাইল ছবি)
8/10
মেট্রোর কাজে ফাটলের জেরে অতীতে একটা দীর্ঘ সময় বউবাজারের বাসিন্দাদের একাংশকে হোটেলে থাকতে হয়েছে। কিন্তু অতীতের দুঃসহ অভিজ্ঞতার কারণে আশঙ্কায় ভূগছেন অনেকেই। (ফাইল ছবি)
9/10
সোমবার দু্র্গা পিতুরি লেন পরিদর্শন করে মোট্রোরেলের হাইপাওয়ার কমিটি। এরপরে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে নোটিস দেওয়া হয় দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ির বাসিন্দাদের। (ফাইল ছবি)
10/10
মেট্রোরেল সূত্রে খবর, আপাতত ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হলেও, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। (ফাইল ছবি)
Sponsored Links by Taboola