Purulia-Howrah Memu Train: আরও কম সময়ে পৌঁছবেন গন্তব্যে, পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন কবে, কখন ছাড়বে?
South Eastern Railway: শনিবার, পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম মেমু ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে হাওড়ার সাঁতরাগাছিতে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী।
ফাইল ছবি
1/9
মসাগ্রাম হয়ে পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চালু হল ইন্টারসিটি ট্রেন। আগামীকাল সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
2/9
গতকাল হাওড়ার সাঁতরাগাছিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু ট্রেনের উদ্বোধন করেন।
3/9
মসাগ্রাম স্টেশনে মিশে যাচ্ছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল। এই রুটে যাত্রা করার ফলে প্রায় ৩৫-৪০ কিলোমিটার পথ কমে যাবে হাওড়া ও পুরুলিয়ার মধ্যে।
4/9
যাত্রাপথে একাধির স্টেশনে থামবে এই ট্রেন। যার মধ্যে রয়েছে হামিরহাটি, সোনামুখী, ধনসিমলা, ধগাড়িয়া, পত্রসায়ের, বেতুর, কুমরুল, ইন্দাস, শাঁকরুল, সাহসপুর রোড, বোয়াইচণ্ডী, গুইর সুরাঙ্গা।
5/9
এছাড়াও কল্যার, সেহরা বাজার, গোপীনাথপুর, শ্যামসুন্দর, রায়নগর, বোকরা, মাঠনশীপুর, বেরুগ্রাম, গ্রামদাদপুর, হাবাসপুর ও মুস্তাফা চক স্টেশনে থামবে ট্রেনটি।
6/9
৩০ জুন, সোমবার হাওড়া থেকে ৬৮১২১ হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ছাড়বে। আবার ১ জুলাই পুরুলিয়া থেকে ছাড়বে ৬৮১২২ পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার।
7/9
এই নতুন মেমু ট্রেনটি নিয়মিতই চলবে। এই ট্রেন চালু হওয়ার ফলে উপকৃত হলেন বাঁকুড়ার ইন্দাস এবং সোনামুখীর বাসিন্দারা।
8/9
রেলসূত্রে খবর, ট্রেনটি ভোর ৪টেয় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে বেলা ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছবে।
9/9
আবার বিকেল ৪টে ১৫মিনিটে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। পুরুলিয়া পৌঁছবে রাত ১১টা ৫৫মিনিটে।
Published at : 29 Jun 2025 11:33 AM (IST)