Eid Celebration: বৃষ্টিস্নাত শহরে ইদ পালন, নমাজ পাঠ-প্রার্থনায় মুখরিত তিলোত্তমা
সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। এরই মধ্যে রাজ্যজুড়ে ইদ পালন হয়। এক মাস ধরে রোজার পর আজ খুশির ইদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপবিত্র রমজান মাসের শেষে আজ উত্সবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়৷
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথমদিনে ইদ পালন করা হয়। পবিত্র রমজান মাসে রোজা পালনের পর ইদ পালন করা হয়।
নতুন জামা-কাপড় পরে নমাজ পড়ে একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে চলে উদযাপন।
সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়৷ ইদ উপলক্ষে সকালে রেড রোডে আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের৷ সর্বত্রই ধরা পড়েছে সৌহার্দ্যের ছবি
এই অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ অক্ষয় তৃতীয়া এবং ইদ একইদিনে পড়েছে। মমতা বলেন, সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কেউ কেউ আপনাদের মিথ্যা কথা বলতে যায়। তারা আপনাদের সমাজকে বিভক্ত করতে চায়। হিন্দু মুসলমানকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেয়। কখনও তাদের কথা শুনবেন না।
এদিন রেড রোডের নমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ইদের সকালটা শুরু হয় নমাজ পড়ার মাধ্যমে। এরপর নতুন জামা-কাপড় পরে নমাজ পড়ে একে অপরের সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। ছবিসূত্র- পিটিআই/- স্বপন মহাপাত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -