Howrah Station: যাত্রী স্বাচ্ছন্দ্য়ে জোর, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা পূর্ব রেলের
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। আগামী আর্থিক বর্ষেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে।
আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। সবচেয়ে বড় সমস্যা হল লোকাল ট্রেন প্লাটফর্ম না পাওয়ার কারণে দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়।
ফলে লোকাল ট্রেন কখন ধীরগতিতে বা কখনো নির্ধারিত সময়ের দেরিতে প্লাটফর্মে ঢোকে। এতে অফিস যাত্রীরা সমস্যায় পড়েন।
এই সমস্যা দূর করতে পূর্ব রেল কর্তৃপক্ষ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। যা রেলমন্ত্রক থেকেও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন ট্রেন সময় ঢোকার ক্ষেত্রে যে সকল বাধা আছে সেগুলো দূর করা হবে।
নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে হাওড়া স্টেশনে প্লাটফর্মের সংখ্যা বাড়ানো, লাইনের সংখ্যা বাড়ানো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাতে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারে।
এর পাশাপাশি ইয়ার্ডের ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের উন্নতি করা হবে যাতে ট্রেন দ্রুত স্টেশনে ঢুকতে পারে। এদিন মণীশ জৈন বলেন এই বছরের শেষ দিকে কাজ শুরু হবে।
কিছুদিন আগে রেলমন্ত্রী বন্দে ভারত মেট্রোর কথা বলেছেন। সেক্ষেত্রে হাওড়া-বর্ধমানের মধ্যে এই ট্রেন চালানোর ভাবনা রেলের রয়েছে। তাতে যাত্রীরা অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -