South 24 Parganas: কাদায় কার পায়ের ছাপ? আতঙ্কে কাঁটা মৈপীঠের গ্রাম
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হয়। তারই সঙ্গে চলছে ড্রোন উড়িয়ে তল্লাশি।
মাইকে প্রচার করতে থাকে পুলিশ। বাড়ির কাছে জঙ্গলে যেতে বারণ করা হয় গ্রামবাসীদের। বাঘের আসার কথা আগে থেকেই জানিয়ে সাবধান করা হয় বাসিন্দাদের।
একটা নয়, বেশ কয়েকটি জায়গায় নরম মাটির ওপর তাজা পায়ের ছাপ। এই নিয়েই প্রবল আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায়!
পায়ের ছাপ দেখে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। কানাঘুষো-জল্পনা শুরু হয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।
গ্রামবাসীদের অনুমান, এই পায়ের ছাপ বাঘেরই। নিজেদের এবং গবাদি পশুর নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন তাঁরা।
সন্ধে হলেই আতঙ্ক আরও গ্রাস করছে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। মৈপীঠের বাসিন্দা জয়দেব পাত্র বলেন, 'পায়ের ছাপ দেখেছি। বনদফতর এসেছে। সন্ধে হলে আতঙ্ক বাড়বে। সন্ধে হলে কী হবে?'
সুন্দরবনে লোকালয়ে প্রায়শই বাঘের আতঙ্কের কথা শোনা যায়। মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারানোর কথা শোনা যায়। ফের একবার বাঘ-আতঙ্ক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বন দফতরের আধিকারিকরা। জাল দিয়ে ঘেরা হয় জঙ্গলের দিকের অংশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় বনদফতর।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, সব রকম সতর্কতা নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে অনুমান এটা বাঘের পায়ের ছাপ। তবে তা টাটকা নাকি পুরনো, তা খতিয়ে দেখার পাশাপাশি কোন পথে আসা-যাওয়া করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -