SLST Protest: ১০০০ দিনে পৌঁছে মাথা কামিয়ে প্রতিবাদ, চোখ ভিজল SLST মহিলা চাকরি প্রার্থীর
চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন! এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলনের আজ হাজার দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে চলছে ধর্না। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র।
প্রতিবাদে মাথার চুল কামিয়ে ফেললেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া মহিলা চাকরিপ্রার্থী
মাথা ন্যাড়া করে ফেললেন পুরুষ চাকরিপ্রার্থীও, অবস্থানরত পুরুষ চাকরিপ্রার্থীদের জামা খুলে প্রতিবাদ
স্কুলে নিয়োগের দাবিতে,২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীরা লাগাতার অবস্থান-আন্দোলন চালাচ্ছেন
২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করেছেন এই চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে
বছর আসে , বছর যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী।
দেখতে দেখতে ১০০০ দিন। এখনও পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে।
অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -