FIFA WC 2022: মিষ্টির মোড়কে হাজির মেসি, বিশ্বকাপের জ্বর এবার দুর্গাপুরের দোকানে
West Burdwan News: ফুটবল বিশ্বকাপ নিয়ে তুঙ্গে উন্মাদনা। আর এবার মিষ্টি চমক নিয়ে হাজির দুর্গাপুরের এক মিষ্টি বিক্রেতা। মিষ্টির মোড়কে হাজির মেসি।
ফাইল ছবি
1/8
ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। পিছিয়ে নেই এরাজ্যও। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্তিনার সমর্থক, কেউ আবার অন্য কোনও দলের।
2/8
খেলা যত এগোচ্ছে তত বাড়ছে উন্মাদনা। এবার মিষ্টিতে উঠে এল বিশ্বকাপের ঝড়।
3/8
দুর্গাপুরের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে শুরু হয়েছে বিশ্বকাপের বিভিন্ন বড় দলগুলির স্ট্রাইকার প্লেয়ারদের নামে মিষ্টি বানানো।
4/8
আগ্রহ বাড়ছে ক্রেতাদের। নীল-সাদা জার্সিতে মেসি মিষ্টিও তৈরি করেছেন বিক্রেতার। যার দাম ৫ হাজার টাকা।
5/8
এছাড়াও ব্রাজিল এবং আর্জেন্তিনার সহ বিভিন্ন দলের জার্সির রঙের মিষ্টিও তৈরি করা হয়েছে।
6/8
বিক্রেতা তো বটেই, অভিনব এই ভাবনা নিয়ে সবমিলিয়ে উৎসাহ বাড়ছে ক্রেতাদেরও।
7/8
আপাতত মেসির অবয়বে মিষ্টি বানানো হয়েছে। আগামীদিনে এরকম আরও মিষ্টি বানানো হবে।
8/8
বিক্রেতা দেবাশিস ঘোষ জানালেন, এরপর রোনাল্ডো ও অন্য স্ট্রাইকার প্লেয়ার বানানোর ইচ্ছে আছে। ক্রেতাদের আগ্রহ দেখেই তা সিদ্ধান্ত নেওয়া হবে। (ছবি ও তথ্য- মনোজ বন্দ্যোপাধ্যায়)
Published at : 29 Nov 2022 08:44 PM (IST)