West Bengal Fog : শীতের বিদায়বেলায় কুয়াশা যখন ...
শীতের বিদায়বেলায় কুয়াশা যখন ...
1/10
' নদীর ওপারে ঘন কুয়াশা, কুয়াশার ফুল কোড়াতে এলে' ... আজকের সকাল বারবার এই গানটাই মনে করাচ্ছে। কলকাতা থেকে জেলা সর্বত্রই ঘন কুয়াশা।
2/10
খাতায় কলমে এখনও শীত যায়নি। তাপমাত্রা না নামলেও, শীতের আলস্য নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে ঘন কুয়াশা। কলকাতায় সকালে দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারের নিচে।
3/10
সকাল সকাল কলকাতার বাইপাসের উপর একহাত দূরে গাড়িও দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে সকাল ৮টা তেও চলল গাড়ি। এই সময় রাস্তাঘাট হয়ে যায় দুর্ঘটনাপ্রবণ। তাই বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।
4/10
কুয়াশার জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়।
5/10
জেলায় জেলায় রাস্তাঘাট ঢাকে কুয়াশায় ঢেকে যায়। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
6/10
সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার হতে পারে আকাশ।
7/10
শহর যেন আজ শীতঘুম ছেড়ে উঠতেই পারছে না। রাস্তাঘাটে গা়ড়ি চলছে খুবই ধীর গতিতে। কিছু কিছু জায়গায় যানজটও হয়েছে সেই জন্য।
8/10
ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা কমে যাওয়ায় হুগলির কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ। এর ফলে উত্তর ২৪ পরগনার সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ ব্যাহত।
9/10
আলিপুর আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে IMD -র ওয়েবসাইট বলছে বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন এলাকায়।
10/10
কলকাতা বিমানবন্দরে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। সকাল পৌনে ৯টা নাগাদ ফের বিমান চলাচল শুরু হয়।
Published at : 21 Feb 2022 09:50 AM (IST)