West Bengal Fog : শীতের বিদায়বেলায় কুয়াশা যখন ...
' নদীর ওপারে ঘন কুয়াশা, কুয়াশার ফুল কোড়াতে এলে' ... আজকের সকাল বারবার এই গানটাই মনে করাচ্ছে। কলকাতা থেকে জেলা সর্বত্রই ঘন কুয়াশা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাতায় কলমে এখনও শীত যায়নি। তাপমাত্রা না নামলেও, শীতের আলস্য নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে ঘন কুয়াশা। কলকাতায় সকালে দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারের নিচে।
সকাল সকাল কলকাতার বাইপাসের উপর একহাত দূরে গাড়িও দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে সকাল ৮টা তেও চলল গাড়ি। এই সময় রাস্তাঘাট হয়ে যায় দুর্ঘটনাপ্রবণ। তাই বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।
কুয়াশার জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়।
জেলায় জেলায় রাস্তাঘাট ঢাকে কুয়াশায় ঢেকে যায়। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার হতে পারে আকাশ।
শহর যেন আজ শীতঘুম ছেড়ে উঠতেই পারছে না। রাস্তাঘাটে গা়ড়ি চলছে খুবই ধীর গতিতে। কিছু কিছু জায়গায় যানজটও হয়েছে সেই জন্য।
ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা কমে যাওয়ায় হুগলির কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ। এর ফলে উত্তর ২৪ পরগনার সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ ব্যাহত।
আলিপুর আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে IMD -র ওয়েবসাইট বলছে বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন এলাকায়।
কলকাতা বিমানবন্দরে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। সকাল পৌনে ৯টা নাগাদ ফের বিমান চলাচল শুরু হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -