Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতেই খুলে যাবে ভাগ্য, ৪ রাশির ঘর ভরবে অর্থ-যশে
মা দুর্গার সঙ্গে কোলের ছেলে গণেশ তো আসেনই শারদীয়ার সময়, কিন্তু শারদ উৎসবের শুরুটাই হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিবের আশীর্বাদে যে কোনও পুজোর সূচনাই করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। এই দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়।
মনে করা হয়, দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরিপুত্র গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন।
এবছর ৬ সেপ্টেম্বর থেকে গণেশপুজো শুরু হবে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই। তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি।
মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফল হন।
ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় এই রাশির জাতকরাও তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন।
গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করেন। এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। ভগবান গণেশের আশীর্বাদে তারা জীবনে অনেক উন্নতি অর্জন করেন
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -