Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতেই খুলে যাবে ভাগ্য, ৪ রাশির ঘর ভরবে অর্থ-যশে
গণেশ চতুর্থীতেই খুলে যাবে ভাগ্য
1/8
মা দুর্গার সঙ্গে কোলের ছেলে গণেশ তো আসেনই শারদীয়ার সময়, কিন্তু শারদ উৎসবের শুরুটাই হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে।
2/8
শিবের আশীর্বাদে যে কোনও পুজোর সূচনাই করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। এই দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়।
3/8
মনে করা হয়, দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরিপুত্র গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন।
4/8
এবছর ৬ সেপ্টেম্বর থেকে গণেশপুজো শুরু হবে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই। তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি।
5/8
মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফল হন।
6/8
ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় এই রাশির জাতকরাও তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন।
7/8
গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করেন। এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। ভগবান গণেশের আশীর্বাদে তারা জীবনে অনেক উন্নতি অর্জন করেন
8/8
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 30 Aug 2024 04:12 PM (IST)