Gangasagar Mela 2022: সাগরে মকরস্নান, করোনা বিধিকে বুড়ো আঙুল
2022_1$img13_Jan_2022_PTI01_13_2022_000012A_(1)
1/9
ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি
2/9
কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান।
3/9
সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলছে প্রচার। স্যানিটাইজ করা হচ্ছে মেলা চত্বর, সমুদ্র সৈকত।
4/9
সর্বস্তরে সতর্কতামূলক প্রচার চললেও, স্বাস্থ্যবিধি না মানার ছবিও ভালমতোই দেখা যাচ্ছে।
5/9
সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই।
6/9
গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলি স্যানিটাইজ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের লট ৮-এর ৫টি জেটিতেই স্যানিটাইজেশনের কাজ চলছে।
7/9
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ যাতে না ছড়ায় তাতেই এই ব্যবস্থা করা হয়েছে।
8/9
যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দেন স্বেচ্ছাসেবকরা। কোভিডবিধির তোয়াক্কা করছেন না বহু পুণ্যার্থীই।
9/9
বাস থেকে নেমে ভেসেলে উঠছেন পুণ্যার্থীরা।বিনা মাস্কে থাকলে সতর্ক করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট। তবে ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি।
Published at : 14 Jan 2022 01:22 PM (IST)