Gangasagar Mela 2022: সাগরে মকরস্নান, করোনা বিধিকে বুড়ো আঙুল
ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান।
সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলছে প্রচার। স্যানিটাইজ করা হচ্ছে মেলা চত্বর, সমুদ্র সৈকত।
সর্বস্তরে সতর্কতামূলক প্রচার চললেও, স্বাস্থ্যবিধি না মানার ছবিও ভালমতোই দেখা যাচ্ছে।
সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই।
গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলি স্যানিটাইজ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের লট ৮-এর ৫টি জেটিতেই স্যানিটাইজেশনের কাজ চলছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ যাতে না ছড়ায় তাতেই এই ব্যবস্থা করা হয়েছে।
যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দেন স্বেচ্ছাসেবকরা। কোভিডবিধির তোয়াক্কা করছেন না বহু পুণ্যার্থীই।
বাস থেকে নেমে ভেসেলে উঠছেন পুণ্যার্থীরা।বিনা মাস্কে থাকলে সতর্ক করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট। তবে ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -