Gangasagar Mela 2024: সিসি ক্যামেরায় নজরদারি, অতিরিক্ত বাসের ব্যবস্থা, সাগরমেলার প্রস্তুতি শুরু

৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এর মধ্য়ে, ১৫ ও ১৬ জানুয়ারি রয়েছে মকরস্নান। মেলায় সমাগম হতে পারে ৪০ লক্ষ পুর্ণ্যার্থীর।

এই জনসমাগমের কথা মাথায় রেখে একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।
প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাগরমেলার জন্য ১১টি অস্থায়ী দমকলকেন্দ্র ও ৫০টি ইঞ্জিন থাকবে।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে কর্মী সহ বুলেট। এই বুলেটে অগ্নিনির্বাপক সব ব্যবস্থা থাকবে।
এছাড়া অগ্নিনির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপ লাইনের জল ব্যবহার করবে দমকলকর্মীরা।
এজন্য সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া, লট নং আট নামখানা পয়েন্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় ৩০০টি অতিরিক্ত পয়েন্ট করা আছে।
মেগা কন্ট্রোলরুমে থাকছে ১ হাজার ১৫০ টি ক্লোজ সার্কিট ক্যামেরা। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট সাড়ে চার হাজার বাসের ব্যবস্থা করা হচ্ছে। ২১ টি জেটি থেকে যাতায়াত করবে ১০০ টি লঞ্চ। থাকছে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -