Gangasagar Mela 2024: রাত পোহালেই মকরস্নান, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সাগরে
রাত পোহালেই মকর সংক্রান্তি। মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন।
মাহেন্দ্রক্ষণের অপেক্ষা সাগরপারে। নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল।
সব মিলিয়ে একাকার এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো এক ভারত। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সোমবার সকাল ৯টা ১৩।
কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন সকাল থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।
পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। যে সব ঘাট দিয়ে পুণ্যার্থীরা আসছেন, সেই ঘাটগুলি ঘুরে দেখেন দমকলমন্ত্রী।
দমলকলমন্ত্রীর পাশাপাশি, গঙ্গাসাগরে রয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস।
আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী।
ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -