Gangasagar Mela: আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা, ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা
Gangasagar Mela 2023: আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা
প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থীরা
1/8
আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা।
2/8
প্রবাদ রয়েছে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থীরা।
3/8
গত দু'বছর করোনার জন্য এই উৎসবে ভাঁটা পড়েছিল। যদিও গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল। তবে এবার প্রশাসনিক বেশ কিছু বিধি ছাড়া কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি।
4/8
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন গঙ্গাসাগরের পুণ্যতথির দিনক্ষণ, সময়। তিনি বলেন, '৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।'
5/8
মমতা বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে'।
6/8
এদিকে, স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সাগরের কচুবেড়িয়াতে ব্যাহত হয় ভেসেল পরিষেবা। আটকে পড়েন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা।
7/8
প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি আসে মকরসংক্রান্তি বা পৌষ-সংক্রান্তির পুণ্যতিথি। এই তিথিতে লাখো লোকের সমাগম ঘটে। এই সমাগমকে ঘিরে গড়ে উঠেছে বিরাট এক মেলা। সেই মেলার নামই গঙ্গাসাগর-মেলা।
8/8
শাহী স্নানের মাহেন্দ্রক্ষণ ১৪ এবং ১৫ জানুয়ারির সন্ধিক্ষণ। তাই রেকর্ড পুণ্যার্থী সমাগমের প্রত্যাশা নিয়েই সাগর মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে এ বছরের গঙ্গাসাগর মেলা। মেলার প্রথম ট্রানজিট পয়েন্ট কলকাতার বাবুঘাটে ইতিমধ্যেই পা রেখেছেন ভিন জেলা ও ভিন রাজ্যের সাধু সন্তরা।
Published at : 08 Jan 2023 01:42 PM (IST)